Shoaib Akhtar And Virender Sehwag : "কোনওদিন শেওয়াগকে পেলে খুব মারব", কেন বললেন আখতার?

অতীতে ভারত-পাকিস্তান ম্যাচে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু থাকতেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। অন্যদিকে আবার ভারতের বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) ছিলেন ভক্তদের অন্যতম ফেভারিট। আবার মাঠের বাইরে ভাল বন্ধু শোয়েব ও শেওয়াগ। এবার সোশ্যাল মিডিয়ায় দুই 'মজাদার যুদ্ধ'। যাতে সেওয়াগের একটি কমেন্টে শোয়েব বললেন, "কখনও শেওয়াগকে পেলে খুব মারব।" 

Advertisement
"কোনওদিন শেওয়াগকে পেলে খুব মারব", কেন বললেন আখতার?শোয়েব আখতার ও বীরেন্দ্র শেওয়াগ (বামদিক থেকে)
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার শোয়েব আখতারের
  • তাতে কমেন্ট করলেন বীরেন্দ্র শেওয়াগ
  • কমেন্টের জবাব দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

ভারত-পাকিস্তান ম্যাচ (India Pakistan Cricket Match) বরাবরই ক্রিকেট প্রেমীদের কাছে উপভোগ্য। যদিও দীর্ঘদিন এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে আইসিসি-র টুর্নামেন্টে অবশ্য একে অপরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। 

অতীতে ভারত-পাকিস্তান ম্যাচে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু থাকতেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। অন্যদিকে আবার ভারতের বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) ছিলেন ভক্তদের অন্যতম ফেভারিট। আবার মাঠের বাইরে ভাল বন্ধু শোয়েব ও শেওয়াগ। এবার সোশ্যাল মিডিয়ায় দুই 'মজাদার যুদ্ধ'। যাতে সেওয়াগের একটি কমেন্টে শোয়েব বললেন, "কখনও শেওয়াগকে পেলে খুব মারব।" 

ট্যুইটে মজার কমেন্ট করেছিলেন শেওয়াগ
সম্প্রতি স্যুট পরা একটি ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন শোয়েব আখতার। তাতে শোযেব লেখেন, "এটি নয়া লুক। আশাকরি আপনাদের ভাল লাগবে।" তাতে শেওয়াগ কমেন্ট করেন, "অর্ডার লেখ, একটি বাটার চিকেন, দুটো নান ও একটি বিয়ার।"

ইউটিউবে জবাব দিলেন আখতার
সেওয়াগের এই কমেন্ট নিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যাট শো তে প্রশ্ন করা হয় শোয়েব আখতারকে। প্রশ্ন শুনেই হেসে ফেলেন শোয়েব এবং তিনি ভেবে পান না যে কী উত্তর দেবেন। তারপরেই মজা করে তিনি বলেন, "কোনওদিন শেওয়াগকে পেলে খুব মারব।"   

প্রসঙ্গত গত ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিত সিরিজ হয়নি। ২০১২ সালে দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়। সেই সময় ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। 

আরও পড়ুনকরুন এই ৬ কাজ, আয়ু বেড়ে যাবে আরও ৭ বছর, সিক্রেট প্রকাশ রিপোর্টে 

 

POST A COMMENT
Advertisement