scorecardresearch
 

shoaib Akhtar on Rishabh pant: 'মেরে খেলে, কিন্তু একটু মোটা,' পন্তকে নিয়ে শোয়েব আখতার

ঋষভ পন্তের প্রশংসা করে শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন যে, 'ঋষভ পন্তের নাম হওয়া উচিত ঋষভ ফান্টা।' শোয়েব বলেন, 'পন্ত যথেষ্ট আত্মবিশ্বাসী একজন ব্যাটার। ভয়ডরহীন ব্যাটিং করে। অস্ট্রেলিয়ায় করেছে,ইংল্যান্ডে করেছে। কাট শট, পুল বা রিভার্স সুইপ মারতে পারে। তবে তার ওজন একটু বেশি, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।'শোয়েব আখতার আরও বলেন, 'তার অনেক প্রতিভা আছে, সে যেভাবে রান তাড়া করেছে তা চমৎকার। কারণ ও যখন খুশি রানের গতি বাড়াতে পারে। ঋষভ যেভাবে বিভিন্ন শট মেরেছে, তা বিস্ময়কর।'

Advertisement
শোয়েব আখতার ও ঋষভ পন্ত শোয়েব আখতার ও ঋষভ পন্ত
হাইলাইটস
  • প্রশংসা করেও পন্তকে খোঁচা আখতারের
  • ভারতকে জিতিয়েছেন পন্ত

ওজন কমাতে হবে ঋষভ পন্তকে। এমন পরামর্শই দিলেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দারুণ ব্যাট করে ভারতকে সিরিজ জিতিয়েছিলেন পন্ত। ১২৫ রানে অপরাজিত থেকে ভারতকে সিরিজ জেতান তিনি। তাঁর সেই ইনিংস নিয়ে প্রশংসা করলেও পরামর্শ দিয়েছেন প্রাক্তন তারকা পেসার। পন্ত প্রচুর 'ফান্টা মারে' বলে মনে করেন তিনি। পন্ত মডেলও হতে পারে। এমনটাও মনে করেন আখতার।   

ঋষভ পন্তের প্রশংসা করে শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন যে, 'ঋষভ পন্তের নাম হওয়া উচিত ঋষভ ফান্টা।' শোয়েব বলেন, 'পন্ত যথেষ্ট আত্মবিশ্বাসী একজন ব্যাটার। ভয়ডরহীন ব্যাটিং করে। অস্ট্রেলিয়ায় করেছে,ইংল্যান্ডে করেছে। কাট শট, পুল বা রিভার্স সুইপ মারতে পারে। তবে তার ওজন একটু বেশি, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।'শোয়েব আখতার আরও বলেন, 'তার অনেক প্রতিভা আছে, সে যেভাবে রান তাড়া করেছে তা চমৎকার। কারণ ও যখন খুশি রানের গতি বাড়াতে পারে। ঋষভ যেভাবে বিভিন্ন শট মেরেছে, তা বিস্ময়কর।'

আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন

পাকিস্তানি কিংবদন্তি মনে করেন পন্ত  যদি এইভাবে পারফর্ম করতে থাকেন তবে তিনি বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে পারেন। তিনি বলেন, ''ওর ওজন একটু বেশি। আমি আশা করব ও এই বিষয়টা নিয়ে ভাববে। কারণ ভারতের বাজার বেশ বড়। ওকে দেখতেও বেশ ভাল। ও মডেল হিসেবে কাজ করতে পারে। কোটি কোটি টাকা আয় করবে। কারণ ভারতে যখন একজন স্টার হয়ে যায়, তাঁর পিছনে অনেক বিনিয়োগ হয়। ওর যা প্রতিভা আছে, ও বিপক্ষকে অনেক সমস্যায় ফেলতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ও হিসেব করে খেলেছে। ও প্রয়োজনে খেলার গতি বাড়িয়েছে। যত সময় বাড়বে ও সুপারস্টার হবে। পন্তই পারবে একমাত্র নিজেকে থামাতে।” ঋষভ পন্ত ছাড়াও, শোয়েব আখতার হার্দিক পান্ডিয়ার প্রশংসা করেছেন। তিনি মনে করেন হার্দিক এখন একজন ব্যালেন্সড ক্রিকেটার।

Advertisement

আরও পড়ুন: পন্ত-শিখরদের সঙ্গে পাল্লা, Reel বানাচ্ছেন রাহুল দ্রাবিড়ও

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়া যখন সমস্যায় পড়েছিল, সেই সময়ে ঋষভ পন্ত ১১৩ বলে ১২৫ রান করেন। এটি ঋষভ পন্তের প্রথম ওডিআই সেঞ্চুরি, যেখানে তিনি ১৬টি চার এবং ২টি ছক্কা মেরেছিলেন। 

Advertisement