Shoaib Malik Marriage: সানিয়ার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে তৃতীয় বিয়ে শোয়েব মালিকের, নববধূ কে?

তৃতীয়বার বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই সামনে আসছিল। শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। অনুষ্ঠান করেই হবে এই বিয়ে। 

Advertisement
সানিয়ার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে তৃতীয় বিয়ে শোয়েব মালিকের, নববধূ কে?Shoaib Malik
হাইলাইটস
  • সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন সম্পর্কে শোয়েব
  • কাকে বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই সামনে আসছিল। শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। অনুষ্ঠান করেই হবে এই বিয়ে। 

এটা সানারও দ্বিতীয় বিয়ে। সানা জাভেদ, পাকিস্তানের অন্যতম বিখ্যাত অভিনেত্রী, ২০২০ সালে উমের জাসওয়ালকে বিয়ে করেছিলেন, কিন্তু বেশিদিন সেই বিয়ে টেকেনি। তাঁদের বিচ্ছেদ হয়ে যায় পরে দুজনেই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি ডিলিট করে দেন। পরে খবর আসে দুজনেরই ডিভোর্স হয়ে গিয়েছে।

সানিয়ার পোস্টে জল্পনা বেড়েছে
বুধবার সানিয়া মির্জা নিজেই অদ্ভুত পোস্ট শেয়ার করেছিলেন। যা তাঁর এবং শোয়েব মালিকের মধ্যে বিবাহবিচ্ছেদের গুজবকে আরও বাড়িয়েছে। সানিয়া লিখেছেন, 'বিয়ে কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। ফিট থাকা কঠিন। আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ থাকাও বেশ কঠিন।' সানিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে  তিনি লেখেন, 'বিয়ে সঠিক মানুষের সঙ্গেই করুন।'

এই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে যখন সানিয়া মির্জা তাঁর ইনস্টাগ্রাম থেকে শোয়েব মালিকের সঙ্গে তাঁর সমস্ত ছবি মুছে ফেলেন। ৮ জানুয়ারি, একটি পোস্ট শেয়ার করে লিখেন, 'যখন কিছু আপনার শান্তিকে নষ্ট করে, তা ছেড়ে দিন।'

শোয়েব মালিকের ক্রিকেট ক্যারিয়ারে ২৮৭টি ওডিআই ম্যাচের ২৫৮টি ইনিংসে তিনি ৭৫৩৪ রান করেছেন যার মধ্যে ৭টি সেঞ্চুরি এবং ৪৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। টেস্ট ক্রিকেটের কথা বলতে গিয়ে তিনি ৩৫টি টেস্ট ম্যাচে ১৮৯৮ রান করেছেন। ৪৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এর মধ্যে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ম্যাচের কথা বললে, তিনি ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছিলেন যার মধ্যে ৭৫ ছিল তাঁর সর্বোচ্চ স্কোর।

POST A COMMENT
Advertisement