Shreyas Iyer: IPL থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়াস, KKR-এর ক্যাপ্টেন কে?

রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে চোট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ মার্চ ঘরের মাঠে কেকেআর-এর প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ক্যাপ্টেনকে কেকেআর পাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। এবারের রঞ্জি ট্রফিতে আরও একবার চ্যাম্পিয়ন হলেও, তাঁর চোট সমস্যায় ফেলেছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরদের। শ্রেয়াস না থাকলে কে ক্যাপ্টেন্সি করবেন? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।

Advertisement
IPL থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়াস, KKR-এর ক্যাপ্টেন কে?আর নয় রানা, নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করল KKR

রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে চোট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ মার্চ ঘরের মাঠে কেকেআর-এর প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ক্যাপ্টেনকে কেকেআর পাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। এবারের রঞ্জি ট্রফিতে আরও একবার চ্যাম্পিয়ন হলেও, তাঁর চোট সমস্যায় ফেলেছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরদের। শ্রেয়াস না থাকলে কে ক্যাপ্টেন্সি করবেন? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।

কারা ক্যাপ্টেন হতে পারেন?
এই তালিকায় এগিয়ে নীতিশ রানা। গত মরসুমেও শ্রেয়াসের অনুপস্থিতিতে তিনিই ক্যাপ্টেন্সি সামলেছেন তবে সেবার কেকেআর প্লে অফে উঠতে পারেনি। পাশাপাশি রানা ছন্দেও নেই সেভাবে। ফলে অধিনায়কত্বের দিক থেকে এগিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুই তারকাই দীর্ঘদিন কেকেআর দলের হয়ে খেলছেন। ফলে তাঁদেরকে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হতে পারে। ফলে নীতিশ রানাকে সুযোগ না দিলে, রাসেল, নারিনকে সুযোগ দেওয়া হতে পারে। এমন অবস্থায় গম্ভীররা কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।  

সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও নীতিশ রানা
সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও নীতিশ রানা

 

শ্রেয়াসের চোট কতটা গুরুতর?
বিরাট বিতর্কের মাঝেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy Final) ফাইনাল খেলতে নেমেছেন শ্রেয়াস। আর সেই ম্যাচেই চোট লাগে তাঁর। সেমিফাইনাল ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও ফাইনালে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাও মাত্র ১১১ বলে। সেই সময়ই তাঁর পিঠে চোট লাগে কেকেআর ক্যাপ্টেনের। ব্যাটিং করতে করতেই দুইবার ফিজিওকে ডাকতে হয়। বুধবার রঞ্জি ফাইনালে একবারও ফিল্ডিং করতে দেখা যায়নি শ্রেয়াসকে। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে তাঁর সিটি স্ক্যানও হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, শ্রেয়াস কবে ফের ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না। বলেন, 'শ্রেয়াসের পিঠের অবস্থা মোটেই ভালো নয়। পিঠের পুরনো চোটটাই আবার বেড়ে গিয়েছে। রনজি ফাইনালের শেষদিনও মাঠে নামতে পারবেন না শ্রেয়াস। আইপিএলের প্রথমদিকে কয়েকটা ম্যাচেও না খেলার সম্ভাবনাই বেশি।' ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আর ২৩ মার্চ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা। ইডেনে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের ৯ দিন আগে ক্যাপ্টেনের এমন চোট ভাবাচ্ছে কেকেআর ফ্যানদের।

Advertisement

POST A COMMENT
Advertisement