scorecardresearch
 

Shreyas Iyer Injury Update: বাদ পড়তে পারেন IPL থেকে, KKR ক্যাপ্টেনকে নিয়ে চিন্তায় সমর্থকরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) চতুর্থ টেস্ট চলাকালীনই পিঠের ব্যথার জন্য মাঠ ছাড়তে হয় শ্রেয়াস আইয়ারকে (Shreyash Iyer)। সিরিজের শেষ ম্যাচেই বিরাট ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে (Team India)। বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে চোট পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এখন ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়তে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করেননি শ্রেয়াস। আহমেদাবাদ টেস্টে টানা দুই দিন ফিল্ডিং করার পর, শ্রেয়াসের পিঠের নিচের অংশে ফুলে যায়। ফলে ম্যাচে আর খেলতে পারেননি আইয়ার। কেকেআর সমর্থকরাও আইয়ারের চোট নিয়ে চিন্তায় রয়েছেন। 

Advertisement
শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার
হাইলাইটস
  • চোটের জন্য বাদপড়তে পারেন শ্রেয়াস
  • কেকেআর-এর ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) চতুর্থ টেস্ট চলাকালীনই পিঠের ব্যথার জন্য মাঠ ছাড়তে হয় শ্রেয়াস আইয়ারকে (Shreyash Iyer)। সিরিজের শেষ ম্যাচেই বিরাট ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে (Team India)। বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে চোট পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এখন ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়তে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করেননি শ্রেয়াস। আহমেদাবাদ টেস্টে টানা দুই দিন ফিল্ডিং করার পর, শ্রেয়াসের পিঠের নিচের অংশে ফুলে যায়। ফলে ম্যাচে আর খেলতে পারেননি আইয়ার। কেকেআর সমর্থকরাও আইয়ারের চোট নিয়ে চিন্তায় রয়েছেন। 

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল
৩১ মার্চ থেকে আইপিএল (IPL) শুরু হচ্ছে। প্রথম দিকে হয়ত খেলতে পারবেন না শ্রেয়াস। তিনিই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যাপ্টেন। সোমবারই বিসিসিআই শ্রেয়াসের চোট নিয়ে বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, 'শ্রেয়াসের ইনজুরির বিষয়ে বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে।' তবে তিনি না থাকলে কে কেকেআর-এর অধিনায়কত্ব সামলাবেন তা নিয়ে এখনই কিছু জানাতে চায়নি কেকেআর। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। মোহালিতে হবে প্রথম ম্যাচ। শ্রেয়াস কতদিন মাঠের বাইরে থাকবেন তাও জানানো হয়নি বিসিসিআই-এর পক্ষ থেকে। শুধু বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে থাকতে পারবেন না তিনি। 

আরও পড়ুন: IPL-এর টিকিট বিক্রি শুরু, কীভাবে কাটবেন-দাম কত?

ভারতীয় দলে শ্রেয়াসের জায়গায় কে আসতে পারেন?
শ্রেয়াস ওয়ানডে সিরিজের থাকলে তার জায়গায় দলে আসতে পারেন রজত পতিদার বা রাহুল ত্রিপাঠি।  মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের এই চোটও উদ্বেগজনক কারণ তা বারবার উঠে আসছে। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে, শ্রেয়াসকে একই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এরপর চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। 

Advertisement

আরও পড়ুন: ৩ বছর পর সেঞ্চুরি, উদ্দাম নাচ কোহলির, অনুষ্কা বললেন...

চোট-আঘাত সমস্যা বারেবারে ভোগাচ্ছে শ্রেয়াসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলতে পারেননি রিনি। পিঠের চোটের সমস্যাতেই ভুগতে হচ্ছে ভারতের মিডিল অর্ডার ব্যাটার।   

      

Advertisement