scorecardresearch
 

India vs Australia: পারথ টেস্টে চোট পাওয়া গিলের জায়গায় কে? আলোচনায় দুই ব্যাটারের নাম

প্রথম টেস্টের আগে চোট পেয়েছেন শুভমন গিল। আঙুলে লাগা এই চোট বেশ গুরুতর বলেই আশঙ্কা করা হচ্ছে। ঠিক চারদিন আগে যা পরিস্থিতি তাতে পারথ টেস্টে গিল খেলানোর ঝুঁকি নাও নিতে পারে ভারতীয় টিম ম্যনেজমেন্ট। সে ক্ষেত্রে এই তারকা ব্যাটারের জায়গায় কে খেলবেন? 

Advertisement
 গৌতম গম্ভীর, ভারত বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম এনজেড, শুভমান গিল, শুভমান গিল রেকর্ড, মুম্বাই টেস্ট, ক্রিকেট সংবাদ গৌতম গম্ভীর, ভারত বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম এনজেড, শুভমান গিল, শুভমান গিল রেকর্ড, মুম্বাই টেস্ট, ক্রিকেট সংবাদ

প্রথম টেস্টের আগে চোট পেয়েছেন শুভমন গিল। আঙুলে লাগা এই চোট বেশ গুরুতর বলেই আশঙ্কা করা হচ্ছে। ঠিক চারদিন আগে যা পরিস্থিতি তাতে পারথ টেস্টে গিল খেলানোর ঝুঁকি নাও নিতে পারে ভারতীয় টিম ম্যনেজমেন্ট। সে ক্ষেত্রে এই তারকা ব্যাটারের জায়গায় কে খেলবেন? 

গিলের বিকল্প কে?

জানা গিয়েছে, প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বাঁম হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল। যদি পারথ টেস্টে তিনি খেলতে না পারেন, তা হলে তাঁর জায়গায় দেখা যেতে পারে কাকে? বিকল্প হিসেবে উঠে আসছে ঋতুরাজ গায়কোয়াড় ও সাই সুদর্শনের নাম। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ঋতুরাজ ওয়াকায় ২টো লম্বা ছক্কা হাঁকিয়েছেন। শুধু তাই নয় মানব সুতার ও হর্ষিত রানার বিরুদ্ধেও একটি করে ছয় মেরেছেন ঋতুরাজ। তাই তাঁকে নিয়ে চর্চা চলছে। 

দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা

ঋতুরাজ ও সুদর্শন দুই ক্রিকেটারের নাম ভারতের বর্ডার গাভাসকর ট্রফির স্কোয়াডে নেই। এমনকি তাঁরা দু’জন রিজার্ভ প্লেয়ারদের তালিকাতেও নেই। তারপরও তাঁদের অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হতে পারে। শুভমন গিলে তিনে নামেন। প্র্যাক্টিস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তিনি আঙুলে চোট পেয়েছেন। তাই তিনি যদি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ফিট হয়ে না উঠতে পারেন, সেক্ষেত্রে ঋতুরাজ বা সাইকে তিনে ভাবা হতে পারে। তামিলনাড়ুর বাঁ-হাতি ব্যাটার সাই সদ্য মেলবোর্নে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার আগে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে শেষ ম্যাচে ২১৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। তার কিছুদিন আগে দলীপ ট্রফিতেও তাঁর ব্যাটে সেঞ্চুরি এসেছিল। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটেও তাঁকে ছন্দে দেখা গিয়েছিল। ফলে গিলের জায়গায় তিনে সাইকে বিকল্প ভাবা হতেই পারে।

Advertisement

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

ভারতের অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ২০২৪ - জানুয়ারি ২০২৫)
২২-২৬ নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ
৬-১০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড
১৪-১৮ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
০৩-০৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি      

Advertisement