Shubman Gill India vs New Zealand: 'সারা সারা...,' গিলকে দেখে চিত্‍কার ভক্তদের, সচিন না সইফ কন্যা? VIDEO

Shubman Gill India vs New Zealand: 'সারা সারা...,' গিলকে দেখে চিত্‍কার ভক্তদের, সচিন না সইফ কন্যা? ভাইরাল VIDEO। কোন সারার কথা বলা হচ্ছে তা নিয়ে কনফিউশন কাটেনি।

Advertisement
'সারা সারা...,' গিলকে দেখে চিত্‍কার ভক্তদের, সচিন না সইফ কন্যা? VIDEO'সারা সারা...,' গিলকে দেখে চিত্‍কার ভক্তদের, সচিন না সইফ কন্যা? VIDEO
হাইলাইটস
  • 'সারা সারা...,' গিলকে দেখে চিত্‍কার ভক্তদের
  • সচিন না সইফ কন্যা? VIDEO

Shubman Gill India vs New Zealand:ভারতীয় দলের স্টার যুব ওপেনার শুভমান গিলের বিধ্বংসী ইনিংসে ভর করে ভারতীয় দল প্রথম ওয়ান-ডে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তিনি নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতরান করেছেন। একদিনের ম্যাচে এর আগে অল্প সংখ্যক লোকই ডাবল সেঞ্চুরি করতে পেরেছে। তার মধ্যে অবশ্য ভারতীয়দের জয়জয়কার। তার এই ইনিংসের সৌজন্যে ভারতীয় দল নিউজিল্যান্ডকে স্বচ্ছন্দে হারায় ভারতীয় দল। তাই হায়দ্রাবাদ ম্যাচের শেষে গিলকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নিতে কারও কোনও অসুবিধা হয়নি।

দেড়শো রান করার পরেই সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে খেলার জগতে গিলকে নিয়ে চর্চা এবং আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই সময় গিলকে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। যার মধ্যে ফ্রেন্ডসরা সারা-সারা ধ্বনি তুলতে শুরু করেছেন। কিন্তু জানিয়ে দিই যে এই ভিডিও গত শ্রীলঙ্কা সিরিজের সময় করা।


গত শ্রীলঙ্কা সিরিজের ভিডিও এখন গ্রিলের এই ভিডিও এখন সামনে এসেছে। যখন তিনি ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে, শুভমান গিল বাউন্ডারিতে ফিল্ডিং করছেন। যেখানে ফ্যানেরা তাকে উদ্দেশ্য করে সারা-সারা স্লোগান তুলতে শুরু করেছেন। যা নিয়ে অবশ্য গিলের কোনও ভাবান্তর দেখা যায়নি। গিল নিজের মতো খেলায় মনোযোগ ছিল।

এখন ফ্যানেদের জন্য একটি কনফিউশন তৈরি হয়েছে যে, এই সারা? বলিউড অ্যাক্ট্রেস সারা আলি খান হতে পারে অথবা সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারও হতে পারে। এখন কনফিউশন এ কারণে যে, শুভমান গিলের নাম এই দুজনের সঙ্গেই আলাদা আলাদা সময়ে সামনে এসেছিল। কিন্তু গিল সারা আলি খানের সঙ্গে একাধিকবার ফটো ক্যাপচারে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে ফ্যানরা কনফিউজড। সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও এবং ফটো ভাইরাল হয়েছে। যাতে শুভমান এবং সারা আলি খানকে একসঙ্গে দেখা যাচ্ছে। একটা ফ্লাইটের ভিডিও ভাইরাল হয়েছে যাতে দুজনে একসঙ্গে কোথাও যাচ্ছেন বলে দেখা যাচ্ছে। এয়ারপোর্টের এই ভিডিওতে গিল এবং সারা আলি খান একসঙ্গে রয়েছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement