scorecardresearch
 

IPL 2023 Shubman Gill: MI-র বিরুদ্ধে বিধ্বংসী শুভমান, সেঞ্চুরির হ্যাটট্রিকে IPL-এ গিল শো

শুরুটা ধীরেই করেছিলেন। তবে সময় যত গড়াল ততই হাত খুলে চালাতে থাকলেন। আর তার জেরেই আবারও দুর্দান্ত সেঞ্চুরি করলেন শুভমন গিল। এটা এবারের আইপিএল-এ গিলের তৃতীয় সেঞ্চুরি। সেই জন্যই অরেঞ্জ ক্যাপ এখন তাঁর দখলে।

Advertisement
শুভমন গিল শুভমন গিল
হাইলাইটস
  • দুর্দান্ত ইনিংস গিলের

শুরুটা ধীরেই করেছিলেন। তবে সময় যত গড়াল ততই হাত খুলে চালাতে থাকলেন। আর তার জেরেই আবারও দুর্দান্ত সেঞ্চুরি করলেন শুভমন গিল। এটা এবারের আইপিএল-এ গিলের তৃতীয় সেঞ্চুরি। সেই জন্যই অরেঞ্জ ক্যাপ এখন তাঁর দখলে।\

৪৮ বলে ১০০ করেন গিল। প্রথম দুই ওভারের খেলা দেখে মনেই হয়নি কোনও ব্যাটার এই মেজাজে খেলতে পারেন। বল সিম করছিল, ভালো বাউন্স হচ্ছিল। একটা পাঞ্চ মারলেন অফ সাইডে। চার রান না পেলেও, পেয়ে গেলেন প্রয়োজনীয় আত্মবিশ্বাস। যাতে ভর করেই এত ভালো ইনিংস খেলেন গিল।

টিম ডেভিডের জন্য সুযোগ এসেছিল। কঠিন ক্যাচ হলেও, ব্যর্থ হন ডেভিড, শেষে যদিও তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গিল। কিন্তু ততক্ষণে ৬০ বলে ১২৯ রান করে ফেলেছেন গিল। তিনি যখন আউট হলেন তখন ২ উইকেটে ১৯২ করে ফেলেছে GT।
তবে আগে ক্যাচ ধরতে পারলে গিলকে ৩০ রানেই আউট করতে পারতেন টিম ডেভিড। গিলের ইনিংস সাজানো সাতটা চার ও ১০টা ছক্কায়। শুরুর দিকে কিছুটা দেখে খেললেও দুই ওভারেই উইকেট কেমন তা বুঝে যান গিল। এরপর পিযুশ চাওলা বল করতে আসতেই আউট হন ঋদ্ধিমান সাহা। ১৬ বলে ১৮ রান করে তাঁকে স্ট্যাম্প করেন ইশান কিশান। তবে তাতেও রানের গতি কমেনি একটুও। বরং সময় যত গড়িয়েছে গিলের আক্রমণের ঝাঁজ বেড়েছে। তার জেরেই গুজরাতের রান গিয়ে পৌঁছায়  রানে। সবচেয়ে বড় কথা, এই ইনিংসে সবকটাই ক্রিকেটীয় শট।        


MI: ইশান কিশান (উইকেটরক্ষক),  রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল

জিটি: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, বি সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মহম্মদ শামি

Advertisement

শুরুটা ধীরেই করেছিলেন। তবে সময় যত গড়াল ততই হাত খুলে চালাতে থাকলেন। আর তার জেরেই আবারও দুর্দান্ত সেঞ্চুরি করলেন শুভমন গিল। এটা এবারের আইপিএল-এ গিলের তৃতীয় সেঞ্চুরি। সেই জন্যই অরেঞ্জ ক্যাপ এখন তাঁর দখলে।   

 

Advertisement