Sourav Ganguly: টেস্ট ক্রিকেটই আসল, সৌরভের নিশানায় ICC প্রেসিডেন্ট?

রবিবার লর্ডস টেস্ট শেষ হতেই আইসিসি-কে ট্যাগ করে ট্যুইট করে সৌরভ লেখেন, 'যে কোনও ধরনের ক্রিকেট দেখো। যে কোনও রঙের জার্সি পরো। টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না। কোনও তুলনাই চলে না। এই ফরম্যাটকেই সবচেয়ে বেশী প্রাধান্য দেওয়া উচিত।'

Advertisement
'টেস্ট ক্রিকেটই আসল,' কাকে নিশানা সৌরভের?সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • টেস্ট ম্যাচের পক্ষে সওয়াল সৌরভের
  • নিশানায় আইসিসি

কিছুদিন আগেই আমদাবাদে আইপিএল-এর মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও আইসিসি (ICC) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তবে এবার আইসিসি চেয়ারম্যানকেই কি ট্যুইটে নিশানা করলেন বিসিসিআই (BCCI) সভাপতি? টেস্ট ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ায় নিশানা করেছেন তিনি। সদ্য সমাপ্ত ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ হতেই টুইট করেন সৌরভ।

রবিবার লর্ডস টেস্ট শেষ হতেই আইসিসি-কে ট্যাগ করে ট্যুইট করে সৌরভ লেখেন, 'যে কোনও ধরনের ক্রিকেট দেখো। যে কোনও রঙের জার্সি পরো। টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না। কোনও তুলনাই চলে না। এই ফরম্যাটকেই সবচেয়ে বেশী প্রাধান্য দেওয়া উচিত।'

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আইসিসি-র সর্বোচ্চ পদে বসতে পারেন সৌরভ। আইসিসি টেস্ট ক্রিকেটের সংখ্যা কমাতে চাওয়ায় ক্ষুব্ধ সৌরভ। তাই তিনি আইসিসি-র সর্বোচ্চ পদে বসলে টেস্ট ক্রিকেটের সংখ্যা আরও বাড়বে বলেই মত সকলের। বরাবরই টেস্ট ক্রিকেটের পক্ষে সওয়াল করেছেন সৌরভ। এদিনও ঠিক তাই করতে দেখা গেল তাঁকে। তবে এই টেস্টের প্রথম দিন থেকেই ট্যুইট করেছেন তিনি। প্রথম দিনে তিনি লেখেন, 'ভীষণ তরতাজা। টেস্টের শুরু থেকেই বল সুইং করছে। সাদা জার্সির ক্রিকেটে এর থেকে ভাল আর কী হতে পারে? টেস্টের প্রথম সকাল।' 

আরও পড়ুন: 'বাংলার ক্রিকেটারদের বিশ্বাস করে না KKR', বিস্ফোরক ঋদ্ধিমান,

 

বরাবরই লর্ডস তাঁর প্রিয় মাঠ। অভিষেক টেস্ট এখানেই খেলেছিলেন সৌরভ। শুধু তাই নয়, বারবার এই মাঠেই সফল হয়েছেন বাংলার মহারাজ। সেই মাঠেই আগুন ঝড়িয়েছেন অ্যান্ডারসন ও ব্রডরা। আবার নিউজিল্যান্ডের হয়েও যথেষ্ট ভাল বল করেছেন টিম সাউদিরা। ইংল্যান্ড প্রথম ম্যাচে জিতে গিয়েছে পাঁচ উইকেটে। তবে দুই দলের ফাস্ট বোলারদের বোলিং মনে ধরেছে সৌরভের। 

  

POST A COMMENT
Advertisement