scorecardresearch
 

Sourav Ganguly: 'কিছু বিশেষ ঘোষণা করতে চলেছি,' জন্মদিনের আগে কীসের ইঙ্গিত সৌরভের?

৫১ বছরে পা দিতে চলেছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের উদ্দেশে বার্তা দিলেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি। যদিও নিজের জন্মদিনে কী করতে চান তা স্পষ্ট করেননি সৌরভ।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়

৫১ বছরে পা দিতে চলেছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের উদ্দেশে বার্তা দিলেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি। যদিও নিজের জন্মদিনে কী করতে চান তা স্পষ্ট করেননি সৌরভ।


ভারতের কিংবদন্তি ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে জানান যে তাঁর জন্মদিনের দিনই অনুরাগীদের ইচ্ছামতো বিশেষ কিছু করতে চলেছেন তিনি। সৌরভের পোস্ট করা ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, 'লিডিং উইথ...'। সেই ছবির ক্যাপশনে সৌরভ লেখেন, 'আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।' তা হলে কী আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন বাংলার মহারাজ? এমনিতেই তাঁর বায়োপিকের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তা নিয়েও কৌতুহল রয়েছে মানুষের মধ্যে। 


গত বছরে ৫০তম জন্মদিন দারুণ ভাবে সেলিব্রেট করেছিলেন বাংলার মহারাজ। লন্ডনের রাস্তায় তাঁকে নাচতেও দেখা গিয়েছিল মেয়ে সানার সঙ্গে। শুধু তাই নয়, সেলিব্রেশনে হাজির হয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকরও। তবে এবার কীভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করেন সৌরভ সেটাই এখন দেখার।


এই বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার ভারতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। তাই এবারেও ভারতের ক্রিকেটপ্রেমীরা সেই রকমই কিছু প্রত্যাশ্যা করছেন। সেই বিশ্বকাপে ভারতীয় দলে একজন লেগস্পিনার চান সৌরভ। তিনি  মনে করেন ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত যুজবেন্দ্র চাহালের। সৌরভ এক সাক্ষাৎকারে জানান, ‘ ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত, বিশ্বকাপের জন্য একজন লেগস্পিনার নিয়ে আসা। রবীন্দ্র জাদেজা যেমন রয়েছে, তেমনি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনও। অক্ষর প্যাটেলও রয়েছে। তবে কোনও এক কারণে সুযোগ পায় না কুলদীপ। অথচ ও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে। ওর ওপর নজর রাখাটা খুব জরুরী।‘

আরও পড়ুন

Advertisement


২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে পিযুষ চাওলার অবদানের কথাও স্মরণ করিয়ে দেন সৌরভ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে লেগ স্পিনার কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠে, পার্থক্য গড়ে দেয়। ২০১১ সালে দলে পীযূষ চাওলা ছিল। ও কিন্তু সেবার বেশ ভালই করেছিল।'ভারতীয় দলের আরও এক তারকা অক্ষর প্যাটেলের প্রশংসা করে সৌরভ বলেন, ‘আমার মতে ও অন্যতম সেরা অলরাউন্ডার।‘    
  

Advertisement