scorecardresearch
 

Sourav Ganguly: 'একদিনে কেউ সচিন বা মোদী হন না,' তাত্‍পর্যপূর্ণ মন্তব্য সৌরভের

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''সমস্ত কিছুরই একটা শেষ রয়েছে। শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয়। কোনও কিছুই একদিনে তৈরি হয় না। নরেন্দ্র মোদী একদিনে প্রধানমন্ত্রী হননি। সচিনের সফল হওয়ার পেছনেও দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। আমি এতদিন প্রশাসক ছিলাম এখন অন্য কিছু করব।''

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • একদিনে সাফল্য পাওয়া যায় না
  • সচিন ও মোদীর প্রসঙ্গ তুলে বললেন সৌরভ

বোর্ড সভাপতির পদ ছেড়ে এবার অন্য ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভবিষ্যতে কী করবেন তা স্পষ্ট করে না বললেও অন্য কিছু করার কথা জানালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) একদিনে তৈরি হয় না। এমনটাও জানালেন বোর্ডের সদ্যপ্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''সমস্ত কিছুরই একটা শেষ রয়েছে। শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয়। কোনও কিছুই একদিনে তৈরি হয় না। নরেন্দ্র মোদী একদিনে প্রধানমন্ত্রী হননি। সচিনের সফল হওয়ার পেছনেও দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। আমি এতদিন প্রশাসক ছিলাম এখন অন্য কিছু করব।''

অনুষ্ঠানে একটি ভিডিও দেখান হয়, যেখানে দেখা যায় বল করছেন স্টুয়ার্ট বিনি। সেই ভিডিও নিয়ে কথা বলার পাশাপাশি সম্ভাব্য বোর্ড সভাপতি রজার বিনিকেও খোঁচা দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ''এটা কিন্তু রজার বিনি নন, স্টুয়ার্ট বিনি।'' নিজের সময়, বিসিসিআই-এর নানা কৃতিত্বের কথাও তুলে ধরেছেন বোর্ডের প্রাক্তন সভাপতি। তিনি বলেন, ''কোভিডের মধ্যেও আমরা আইপিএল (IPL) করেছি। তাও আবার অন্য দেশে। কমনওয়েলথ গেমস (Commomnwelth Games) ভারতের মেয়েরা রূপো জিতেছে। যদিও সোনা জেতার সুবর্ণ সুযোগ ছিল। ভারতীয় ক্রিকেটে দারুণ এনার্জি এসেছে।''

ক্রিকেটার হিসেবে সফল হওয়ার পরে সিএবি (CAB) ও বিসিসিআই (BCCI) মিলিয়ে আট বছর প্রশাসক হিসেবে কাজ করেছেন সৌরভ। তবে প্লেয়ার হিসেবে খেলাটা আরও কঠিন ছিল বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ''খেলা সবসময় অনেক কঠিন। প্রশাসক হিসেবে অনেক সময় পাওয়া যায়। কিন্তু ক্রিকেটার হিসেবে একবার আউট হয়ে গেলে আর সুযোগ পাওয়া যায় না। তবে প্রশাস্ক হিসেবে অনেক কিছু বদলে ফেলা যায়। আপনারা দেখেছেন ক্রিকেট বদলে গিয়েছে। শেষ তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেককিছু ভাল কাজ হয়েছে।'' 

Advertisement

টি২০ বিশ্বকাপেও ভারত ভাল খেলবে বলেই আশাবাদী সৌরভ। তিনি বলেন, ''রোহিত শর্মার ভারত যথেষ্ট ভাল দল। প্রস্তুতি নেওয়ার পাশপাশি অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা। আমি দেখলাম। দারুণ দল আশা করব ভাল খেলবে।'' 

 

Advertisement