টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) পর আর কোচ থাকছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাই তাঁর জায়গায় নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড (BCCI)। ইতিমধ্যেই আবেদনপত্র জমা পড়ে গিয়েছে ভারতীয় বোর্ডের কাছে। রাহুল দ্রাবিড়ের উত্তারাধিকারি কে হবে তা এখনও ঠিক হয়নি। ইতিমধ্যেই রোহিতের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে অনেক নাম। এর মধ্যেই কোচ নিয়ে পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কী লিখলেন সৌরভ?
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি বলেন, 'কোচ যে কোনও মানুষের জীবনেই খুব গুরুত্বপূর্ণ। তাঁদের দেখান পথ, ট্রেনিং ভবিষ্যতের রূপরেখা নির্দেশ করে। তাই কোচ আর শিক্ষাক্ষেত্র বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নিতে হবে।' এই বক্তব্যের মাধ্যমে কীসের ইঙ্গিত দিতে চাইলেন সৌরভ? অনেকে যদিও মজা করেই বলছেন, গ্রেগ চ্যাপেলের স্মৃতি মনে পড়ে যাচ্ছে সৌরভের। সেই কারণেই এমন পোস্ট। রবিবার আইপিল ফাইনাল ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বোর্ড সচিব জয় শাহকে (Jay Shah)। সেই সময় থেকেই মনে করা হচ্ছিল, গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তবে সেই ব্যাপারে এখনও শিলমোহর দেয়নি বিসিসিআই।
যদিও ক্রিকবাজের মতে, গৌতম গম্ভীরের কোচ হিসেবে নিযুক্ত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, 'আইপিএল-এর এক ফ্র্যাঞ্চেইজির কর্তা তাদের জানিয়েছেন, গম্ভীর ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছেন। ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। পাশাপাশি এক কমেন্টেটর বলেছেন, বিসিসিআই-এর পক্ষ থেকে গম্ভীরকে প্রস্তাব দিয়েছেন।' এর আগে জানা গিয়েছিল, জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিংকেও প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। পরে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অস্ট্রেলিয়ানকেই প্রস্তাব দেয়নি বিসিসিআই।