scorecardresearch
 

Sourav Ganguly on Virat Kohli and Rohit Sharma: 'ওর মাথায় কী চলছে জানি না...' বিরাটের ফর্ম প্রসঙ্গে সৌরভ

বিরাট ফর্মে ফিরবেই। এমনটাই মনে করেন সৌরভ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ''বিরাট কী ভাবছে আমি জানি না। তবে আমি নিশ্চিত বিরাট ফর্মে ফিরবেই এবং দারুণ কিছু ইনিংস খেলবে। আসলে বিরাট একজন মহান ক্রিকেটার।'' রোহিতের ফর্ম নিয়েও বিচলিত নন সৌরভ। তিনি বলেন, ''দুইজনেই দারুণ ক্রিকেটার। ওঁরা রানে ফিরবে। বড় স্কোর করবে।''

Advertisement
বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • ফর্মে ফিরবেন বিরাট
  • আশাবাদী সৌরভ

চলতি আইপিএল-এ একেবারেই ছন্দে নেই ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এই দুই তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তায় গোটা দেশের সমর্থকরা। এই দুই ব্যাটারের আইপিএল-এও যথেষ্ট ভাল রেকর্ড রয়েছে। এই বছরেই আবার টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত। তার আগে ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের ব্যাট থেকে রান না আসায় চিন্তায় রয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটারও। বৃহস্পতিবারই বিরাটকে আইপিএল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু আস্থা রাখছেন এই দুই ক্রিকেটারের উপরেই।

বিরাট ফর্মে ফিরবেই। এমনটাই মনে করেন সৌরভ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ''বিরাট কী ভাবছে আমি জানি না। তবে আমি নিশ্চিত বিরাট ফর্মে ফিরবেই এবং দারুণ কিছু ইনিংস খেলবে। আসলে বিরাট একজন মহান ক্রিকেটার।'' রোহিতের ফর্ম নিয়েও বিচলিত নন সৌরভ। তিনি বলেন, ''দুইজনেই দারুণ ক্রিকেটার। ওঁরা রানে ফিরবে। বড় স্কোর করবে।''

রোহিত-কোহলির গড়ে রান কুড়িরও কম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্রাক্তন অধিনায়ক কোহলি চলতি আইপিএল মরশুমে ৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি মাত্র ১২৮ রান করেছেন। এই সময়ে তার গড় ছিল মাত্র ১৬। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক রোহিত শর্মা এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ১৯.১৩ এর দুর্বল গড়ে মাত্র ১৫৩ রান করেছেন। এছাড়াও, এই মরশুমে এখনও পর্যন্ত ৮টির মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি মুম্বই দল। 

আরও পড়ুন: ৪ উইকেট! ফের KKR-এর বিরুদ্ধে জ্বলে উঠলেন কুলদীপ

আরও পড়ুন: 'কাদের নিয়ে ওপেন করব...,' টানা হারে দিশাহারা KKR ক্যাপ্টেন শ্রেয়স

Advertisement

যে কেউ আইপিএল জিততে পারে, সবাই ভাল খেলছে

দুটি নতুন দল গুজরাত টাইটানস (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আইপিএলে প্রবেশ করেছে। দুই দলই দুর্দান্ত খেলছে। গুজরাত এখনও পর্যন্ত ৮টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে এবং লখনউ ৮টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে। সৌরভও উভয় দলের পারফরম্যান্সে খুব খুশি। তিনি বলেন, 'এটা খুবই মজার। আমিও আইপিএল দেখছি। যেকোনো দলই জিততে পারে এবং সব দলই ভালো খেলছে। দুটি নতুন দল গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসও দুর্দান্ত খেলছে। 

Advertisement