scorecardresearch
 

Sourav Ganguly: এবার সৌরভের 'অন্য পুজো', কী পরিকল্পনা মহারাজের?

দুর্গাপুজোয় এবার কলকাতাতেই থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) যদিও অষ্টমীর দিন অবধি লন্ডনে থাকবেন অনুষ্ঠানের জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার একটু অন্যভাবে কাটাবেন তাঁর পুজো। দুর্গাপুজো শুরুর ঠিক আগে মানবিক সৌরভ আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। ব্যক্তিগতভাবে সৌরভের ভক্ত তথা স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, দক্ষিণ গোবিন্দপুরের যুগীপাড়া রোডে রয়েছে আনন্দঘর। সেখানেই অনাথ শিশুরা আপনজন পুজো কমিটি নামে দুর্গাপুজোর আয়োজন করে। এবার ৮ অক্টোবর সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর কন্যা সানা যাবেন। বেশ কয়েক ঘণ্টা কাটাবেন সেই পুজোর আসরে।

Advertisement
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী

দুর্গাপুজোয় এবার কলকাতাতেই থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) যদিও অষ্টমীর দিন অবধি লন্ডনে থাকবেন অনুষ্ঠানের জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার একটু অন্যভাবে কাটাবেন তাঁর পুজো। দুর্গাপুজো শুরুর ঠিক আগে মানবিক সৌরভ আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। ব্যক্তিগতভাবে সৌরভের ভক্ত তথা স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, দক্ষিণ গোবিন্দপুরের যুগীপাড়া রোডে রয়েছে আনন্দঘর। সেখানেই অনাথ শিশুরা আপনজন পুজো কমিটি নামে দুর্গাপুজোর আয়োজন করে। এবার ৮ অক্টোবর সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর কন্যা সানা যাবেন। বেশ কয়েক ঘণ্টা কাটাবেন সেই পুজোর আসরে।

পাশাপাশি তাঁর পাড়ার পুজোতেও থাকবেন তিনি। বড়িশা প্লেয়ার্স কর্নারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ২ অক্টোবর মহালয়ার দিন সৌরভ নিজেই এই পুজোর উদ্বোধন করবেন। তবে আরজি কর কান্ডের পর রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠানে কোনও জাঁকজমক থাকবে না বলে জানিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি প্রতি বছরের মত এই বছরেও পুজোয় নতুন জামা-কাপড় তুলে দেওয়া হবে অনাথ আশ্রমের ছেলে মেয়েদের হাতে। 

কাল মেদিনীপুর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলায় বন্যায় বিপর্যস্ত একটি গ্রামে পৌঁছে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের সদস্যরা। নদীর ধারে ওই এলাকায় ৩০-৩৫টি মাটির বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আরও বেশ কয়েকটি বাড়ির অবস্থাও খুব খারাপ। ফাউন্ডেশনের হয়ে সৌরভের যে টিম সেখানে যাচ্ছে তার দায়িত্বপ্রাপ্ত শান্তনু ভট্টাচার্য জানালেন, বন্যাদুর্গত মানুষজনের জন্য ত্রিপল, ওষুধ, শুকনো খাবার-সহ রেশন সামগ্রী পাঠিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কাল সকাল ১১টার মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি ওই এলাকায়। দাদা প্রচুর জিনিস পাঠিয়েছেন। আমরা ঘুরে ঘুরে দুর্গতদের কাছে তা পৌঁছে দেব।

আরও পড়ুন


সবমিলিয়ে এবারের পুজোয় অন্য মেজাজে পাওয়া যাবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে।
 

Advertisement

Advertisement