ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্বের ক্রিকেট পুরোপুরি বদলে গিয়েছে। আইপিএলকে দেখেই বিভিন্ন দেশে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। শুধু তাই নয়, ক্রিকেটের ধরনও পুরোপুরি বদলে যায়। এবার আরও একটি লিগ শুরু হচ্ছে, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হইয়েছে তাদের সঙ্গে ভারতের কোনো না কোনো যোগাযোগ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার লিগে আইপিএলের দাপট
২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় একটি টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে, যা আইপিএলের আদলেই করার পরিকল্পনা করা হয়েছে। এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকার লিগে নিলামের প্রক্রিয়া চলছে। দলগুলির বিড চলছে। ক্রিকইনফো-এর রিপোর্ট অনুযায়ী, মোট ৬ টি আইপিএল ফ্র্যাঞ্চেইজি দক্ষিণ আফ্রিকার লিগে তাদের দল কিনেছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন
এর মধ্যে চেন্নাই সুপার কিংস পেয়েছে জোহানেসবার্গ, মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউন, সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে পোর্ট এলিজাবেথ, দিল্লি ক্যাপিটালস পেয়েছে প্রিটোরিয়া, লখনউ সুপার জায়ান্টস পেয়েছে ডারবান এবং রাজস্থান রয়্যালস পেয়েছে পারল দল। অনুষ্ঠানিক নিলামগুলি অনুষ্ঠিত হয়েছে। এই লিগের কমিশনার নিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে।
আরও পড়ুন: পন্ত-শিখরদের সঙ্গে পাল্লা, Reel বানাচ্ছেন রাহুল দ্রাবিড়ও
দক্ষিণ আফ্রিকার লিগেও আধিপত্য ছিল ভারতীয়দের
শুধু দক্ষিণ আফ্রিকার লিগই নয়, বিশ্বে এমন অনেক লিগ রয়েছে যেখানে দলের মালিকরা ভারতীয়। অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স হল ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল।
শাহরুখ খানের আবুধাবি নাইট রাইডার্স দলও রয়েছে ইউএই টি-টোয়েন্টি লিগে। UAE T20 লিগে আদানি গ্রুপ একটি T20 টিমও নিয়েছে। এই বিভিন্ন লিগগুলি আইপিএলের আদলে শুরু হয়েছিল এবং এখন ভারতীয়রা সর্বত্র তাদের আধিপত্য প্রতিষ্ঠা করছে।