সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা করেন সিনেমা হল সহ সমস্ত রকম প্রেক্ষাগৃহ স্টেডিয়ামে ৭৫ শতাংশ আসনের দর্শক থাকতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া বাংলার ক্রীড়ামহলে। তার কারণ ১৬,১৮ এবং ২০ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্স (Eden Gardens) ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। এই সিরিজের জন্য অপেক্ষা করে বসে ছিলেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। উৎকণ্ঠা বাড়ছিল কোভিডের কারণে। আবারও কি দর্শকশূন্য মাঠেই হবে খেলা? এ নিয়ে জল্পনার মাঝেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিএবি (Cricket Association of Bengal) সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। গত নভেম্বরের ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে ইডেনে হাজির ছিলেন ৭০ শতাংশ দর্শক আর সেটাই এবার হল ৭৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই খুশির ছোঁয়া বাংলার ক্রীড়াক্ষেত্রে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, ''নিঃসন্দেহে এটা খুশির খবর। আমরা টিকিট ছাপানোর কাজ শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই সাধারণ দর্শকরা টিকিট হাতে পাবেন। দর্শক আসবেন এবং আশা করব দারুন খেলা হবে।'' একে তো টি-টোয়েন্টি ম্যাচ, তার উপর আবার প্রতিপক্ষ দুই বারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (ICC T20 World Cup) চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পরপর তিনটি ম্যাচ পেয়েছে ইডেন। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই বাংলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সরকারি ছাড়পত্র এসে গিয়েছে। তবে বিসিসিআই-এর ছাড়পত্র প্রয়োজন। তবে তা আসতে হয়ত খুব বেশি সমস্যা হবে না। সব মিলিয়ে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতেন এতোটুকু ত্রুটি রাখতে চাইছে না সিএবি।
আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারের ভবিষ্যৎ নিয়ে সংশয় সুনীল গাভাস্কারের
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই স্থানীয় লিগ চালু করার প্রস্তুতি নিইয়ে নিয়েছে সিএবি। ফেব্রুয়ারি ৯ ও ১০ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে স্থানীয় লিগ। প্রথমে শুরু হবে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা। করোনার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত ছিল স্থানীয় লিগের খেলা। এবার তা ফের শুরু করতে বদ্ধপরিকর সিএবি।