সুপার কাপের (Super Cup) আগেই চাকরি যেতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constatine) । এমনিতেই সুপার কাপের পর চুক্তি শেষ হচ্ছে তাঁর। এর মাঝেই সুমিত পাসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও অন্যান্য বিষয় কোচের আচরণে একেবারেই খুশি নয় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, শহরে চলে এসেছেন জোসেপ গাম্বাউ। ক্লেইটন সিলভাদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি। যদিও স্টিফেনের বিদায় ও গাম্বাউয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে বৈঠকে বসতে চলেছেন ইমামি ও ক্লাব কর্তারা।
সেই বৈঠকেই ঠিক হবে কোচ এবং সিটিও কে হবেন। ক্লাব বর্তমান সিটিও-কে পছন্দ করলেও ইমামি কর্তারা এই পদে বদল চান। ফলে শনিবারের বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে। এই পদে কাউকে দায়িত্ব দেওয়া না হলে নতুন দল গড়া সম্ভব হবে না ইস্টবেঙ্গলের পক্ষে। ভালো মানের ফুটবলার নিয়ে আসার ব্যাপারেও কথা হবে আজকের বৈঠকে। তবে স্টিফেনের বিদায় নিশ্চিত। সে ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ক্লাব ও বিনিয়োগকারীদের মধ্যে কোচ নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা গিয়েছিল। ইস্টবেঙ্গল কর্তাদের গাম্বাউকে পছন্দ না হলেও তিনিই হয়ত কোচ হতে চলেছেন।
আরও পড়ুন: 'ওরা ভালো দল গড়ুক...' অভিযোগ উড়িয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহনবাগান সচিবের
দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে পারেন বার্সেলোনার জুনিয়র দলের প্রাক্তন কোচ। এই মরশুমে তিনি ওড়িশা এফসিকে কোচিং করিয়েছেন। যদিও এই মরশুমেই ওড়িশা এফসি (Odisha FC) ছেড়েছেন তিনি। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় জোসেপকেই দায়িত্ব দিতে চাইছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। তবে এই সিদ্ধান্ত পছন্দ নয় লাল-হলুদ ক্লাবের। তাঁরা জানিয়ে দিয়েছে, তাদের পছন্দ অ্যান্টনিও লোপেজ হাবাস, ম্যানুয়েল মার্কোস রোকা ও সের্জিও লোবেরা। ২৩ মার্চ ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আলোচ্য বিষয়ের অন্যতম কোচ নিয়োগ। তাই পরের মরশুমের কোচ নিয়োগ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে এই মিটিং-এ।
আরও পড়ুন: 'মোহনবাগান সচিবই ময়দানের পরিবেশ নষ্ট করছেন,' বিস্ফোরক ইস্টবেঙ্গল
এই মরশুমেও নয় নম্বরেই শেষ করেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। মোহনবাগানের সামনে থেকে এটিকে নামও উঠে গিয়েছে। ফলে চাপ বাড়ছে লাল-হলুদ কর্তাদের ওপর।