টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। এই সপ্তাহের শেষ দিক থেকেই শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। শেষ দুই টেস্ট ম্যাচের মতো ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। মায়ের মৃত্যুর পর এখনই ভারতে ফিরতে পারছেন না প্যাট কামিন্স। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে।
মায়ের শরীর খারাপ থাকায় সফরের মাঝেই অস্ট্রেলিয়া ফিরে যান প্যাট কামিন্স (Pat Cummins)। শেষ টেস্ট শুরু হওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামিন্সের মা। ফলে ১৭ মার্চ থেকে শুরু হতে চলা এই সিরিজে খেলতে পারছেন না তিনি। ফলে ওয়ানডে সিরিজে স্টিভ স্মিথ (Steve Smith) অধিনায়কত্ব করবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, প্যাট কামিন্স ভারতে ফিরবেন না। গত সপ্তাহে আহমেদাবাদে ফাইনাল ম্যাচ খেলার সময় তার মা স্তন ক্যান্সারে মারা যান। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, 'প্যাট ফিরবে না, আমাদের চিন্তাভাবনা প্যাট এবং তার পরিবারের সঙ্গে রয়েছে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।' এর অর্থ হল, সিরিজের শেষ দুই ম্যাচে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার পর স্টিভ স্মিথ ওডিআই সিরিজে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি ড্র হয়েছিল, ফলে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জেতে।
আরও পড়ুন: ফলোঅন খেয়েও ইডেনে অজিদের হারিয়েছিল ভারত, লক্ষণ-দ্রাবিড়ের সেই ইনিংস মনে আছে ?
গত বছর অ্যারন ফিঞ্চের অবসর নেওয়ার পর প্যাট কামিন্স ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন। কিন্তু তিনি এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার থেকে মুম্বইতে শুরু হওয়া ওয়ানডে সিরিজের গুরুত্ব বেড়েছে কারণ এই বছরের শেষের দিকে যে দেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একই দেশে খেলা হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ
প্রথম ম্যাচ - ১৭ মার্চ, শুক্রবার, মুম্বাই
দ্বিতীয় ম্যাচ - ১৯ মার্চ, রবিবার, বিশাখাপত্তনম
তৃতীয় ম্যাচ - ২২ মার্চ, বুধবার, চেন্নাই
আরও পড়ুন: বল ধরতে গিয়ে হামাগুড়ি, তবুও চার ঠেকাতে ব্যর্থ ফিল্ডার, দেখুন VIRAL VIDEO
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসচেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট
প্রথম ওয়ানডেতে রোহিত শর্মাকে পাওয়া যাবে না, দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে আহমেদাবাদ টেস্টে শ্রেয়াস আইয়ারও চোটের কবলে পড়েছেন। ফলে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদি তিনি খেলতে না পারেন তবে বদলি খুঁজতে হবে, সেক্ষেত্রে একদিনের সিরিজে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন।