scorecardresearch
 

Sunil Chhetri On Asian Games Team: 'ক্লাবগুলো দু'জন করে ফুটবলার ছাড়তে পারল না?' এশিয়ান গেমসের দল নিয়ে বিস্ফোরক সুনীল

এশিয়ান গেমসে ভারতীয় দল নিয়ে ক্ষুব্ধ ক্যাপ্টেন সুনীল ছেত্রী। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু সেই দলে তিন সিনিয়র ফুটবলার ও বিভিন্ন ক্লাবের তরুণ তারকা ফুটবলারের থাকার কথা থাকলেও তা হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্যাপ্টেন।

Advertisement
সুনীল ছেত্রী সুনীল ছেত্রী

এশিয়ান গেমসে ভারতীয় দল নিয়ে ক্ষুব্ধ ক্যাপ্টেন সুনীল ছেত্রী। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু সেই দলে তিন সিনিয়র ফুটবলার ও বিভিন্ন ক্লাবের তরুণ তারকা ফুটবলারের থাকার কথা থাকলেও তা হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্যাপ্টেন।


এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এমন টিম বানানো হবে, তা ফেডারেশন আমাকে জানায়নি। এটা কেমন দল? কেউই কাউকে চেনে না, একসঙ্গে অনুশীলন করার মতো সময়ও নেই।‘ পাশাপাশি তিনি বলেছেন, ‘আমার মনে হয়, দেশের লজ্জা বাড়ানোর জন্য এমন দল পাঠানো দরকার নেই। তার জায়গায় ক্লিফোর্ড মিরান্ডাকে কোচ করে বি টিম পাঠানো যেত’। ১৯ সেপ্টেম্বর চীনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারতীয় দলে খেলার জন্য বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ পেতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছে সুনীলকে। 


বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সুনীলের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, ‘আমাকে এশিয়ান গেমসের জন্য ছাড়তে হওয়ায় আমার দলের ক্রেশন খুশি নন। কিন্তু কী করব দেশ তো সবার আগে। আইএসএল-এর ক্লাবগুলোকে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ যে লিস্ট পাঠিয়েছিলেন সেখান থেকে দু’জন ফুটবলারকে ছাড়া গেল না? তাহলে ভারতীয় দলের এত লজ্জার মুখে পড়তে হতো না।‘

আরও পড়ুন


এশিয়ান গেমসে ভারতীয় দলের সুযোগ পাওয়া ফুটবলারদের সঙ্গে শেষ কবে খেলেছেন তা মনে করতে পারছেন না সুনীল। তিনি বলেন ভারতীয় দলে থাকা সুমিত রাঠি নরেন্দ্র গেহলটদের শেষ কবে খেলেছি মনেই করতে পারছি না। এশিয়ান গেমসে ওদের নিয়েই খেলতে হবে। তাতে যেমন আমি স্বাছন্দ্য বোধ করব না, তেমনই আমাকে নিয়ে খেলতে ওদেরও অসুবিধা হবে।‘
গত বছর এশিয়ান কাপের দল বাছাইয়ের সময় জ্যোতিষের সাহায্য নেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এরপর ফের সুনীল ছেত্রীর এমন বিস্ফোরক মন্তব্য আরও বিতর্কের মুখে ঠেলে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে।  
 

Advertisement

Advertisement