scorecardresearch
 

Sunil Chhetri: কম্বোডিয়াকে ২ গোল, রেকর্ডে মেসির ঘাড়ে কাছেই নিঃশ্বাস ফেলছেন সুনীল ছেত্রী

সুনীলের জোড়া গোল দারুণ তৃপ্তি দিয়েছে দর্শকদের। তবে অনেকেই মনে করছিলেন অন্তত চার গোলে ভারতের ম্যাচটা জেতা উচিত ছিল। যদিও প্রশ্ন শুনে ড্রেসিংরুমে যাওয়ার আগে সুনীল বলেন, ''তা হলে কী টিম মিটিংয়ে আমাদের বকবে? বুঝতে পারছি না।'' সুনীলের কথা শুনে হেসে ফেলেন সাংবাদিকরাই। এরপর তিনি যোগ করেন, ''সাত দিনে তিনটে ম্যাচ। এমন কঠিন সময় প্রথম ম্যাচটা জেতা খুব জরুরী। আমরা সেটা করতে পেরেছি। এতেই খুশি।''

Advertisement
মেসি ও সুনীল ছেত্রী মেসি ও সুনীল ছেত্রী
হাইলাইটস
  • কম্বোডিয়ার বিরুদ্ধে ২ গোল সুনীলের
  • মেসির আরও কাছে সুনীল

সপ্তাহের মাঝে গতকাল ভারত খেলেছে কম্বোডিয়ার বিরুদ্ধে। ২৭ হাজার দর্শকের চিৎকার সুনীল ছেত্রীদের উৎসাহ দিয়ে গিয়েছে। ২-০ গোলে কম্বোডিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। এর পরে ভারত খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। শনিবারের এই ম্যাচে আরও দর্শক আসুক চাইছেন ম্যাচের নায়ক সুনীল। জোড়া গোল করে যুবভারতীর মিক্সড জোনে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় সুনীল বলেন, ''কলকাতার ফুটবলপ্রেমীরা তো এমনই। যে ম্যাচই হোক না কেন, উন্মাদনা ছড়িয়ে পড়ে। অনেকদিন বাদে যুবভারতীতে গোল করলাম সত্যি ভাল লাগছে।''

সুনীলের জোড়া গোল দারুণ তৃপ্তি দিয়েছে দর্শকদের। তবে অনেকেই মনে করছিলেন অন্তত চার গোলে ভারতের ম্যাচটা জেতা উচিত ছিল। যদিও প্রশ্ন শুনে ড্রেসিংরুমে যাওয়ার আগে সুনীল বলেন, ''তা হলে কী টিম মিটিংয়ে আমাদের বকবে? বুঝতে পারছি না।'' সুনীলের কথা শুনে হেসে ফেলেন সাংবাদিকরাই। এরপর তিনি যোগ করেন, ''সাত দিনে তিনটে ম্যাচ। এমন কঠিন সময় প্রথম ম্যাচটা জেতা খুব জরুরী। আমরা সেটা করতে পেরেছি। এতেই খুশি।''

জোড়া গোল করলেও রেকর্ডের কথা মাথায় রাখতে নারাজ সুনীল। তিনি বলেন, ''আমি খেলার সময় এসব ভাবি না।'' গোটা দলকেই এই দুই গোল উৎসর্গ করতে চান সুনীল। তিনি বলেন, ''এটা গোটা দলের কৃতিত্ব। আমি বেশি করে বলব জুনিয়র ছেলেদের কথা। ভাল খেলেছে আনোয়ার, রোশন, সুরেশরা। সকলে ভাল খেলেছি বলেই দল জিতেছে।''

আরও পড়ুন: চোটের জন্য দ: আফ্রিকা সিরিজে নেই KL-কুলদীপ, ক্যাপ্টেন কে ?

আরও পড়ুন:  ICC টেস্ট র‍্যাঙ্কিং: আরও নামলেন বিরাট-বুমরারা, উঠলেন রুট

সুনীল ছেত্রী ১৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে এবং তারপর ৬০ মিনিটে হেডার থেকে গোল করে ভারতীয় দলকে জয় এনে দেন। এই দুটি গোলের সঙ্গে সঙ্গেই সুনীল ছেত্রী ১২৭টি আন্তর্জাতিক ম্যাচে ৮২ গোল করে ফেললেন। একই সময়ে, ছেত্রী এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

Advertisement

সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রীর চেয়ে এগিয়ে আছেন  শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) এবং লিওনেল মেসি (আর্জেন্টিনা)। রোনাল্ডো ১৮৮ ম্যাচে ১১৭ গোল করেছেন এবং মেসি ৮৬ (১৬২ম্যাচে)।

Advertisement