scorecardresearch
 

India vs Pakistan: আজ ভারত VS পাকিস্তান, উত্তেজিত সুনীল বলনছেন, 'শুরু হতেই বদলে যায়'

সাফ কাপে (SAFF Cup 2023) প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ভারত-পাক লড়াই মানেই আলাদা উত্তেজনা। আর সেই উত্তেজনা নিয়েই এবার মুখ খুলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ক্রিকেটে বারেবারে এই দ্বৈরথ দেখা গেলেও, ফুটবলে খুব বেশি ম্যাচ খেলা হয়নি দুই দলের মধ্যে। তবে আজ সাফ কাপে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সুনীল ছেত্রীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।

Advertisement
সুনীল ছেত্রী সুনীল ছেত্রী
হাইলাইটস
  • সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যচা
  • পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

সাফ কাপে (SAFF Cup 2023) প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ভারত-পাক লড়াই মানেই আলাদা উত্তেজনা। আর সেই উত্তেজনা নিয়েই এবার মুখ খুলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ক্রিকেটে বারেবারে এই দ্বৈরথ দেখা গেলেও, ফুটবলে খুব বেশি ম্যাচ খেলা হয়নি দুই দলের মধ্যে। তবে আজ সাফ কাপে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সুনীল ছেত্রীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।
 

কোথায় কীভাবে দেখবেন এই ম্যাচ?
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সাফ কাপের প্রথম ম্যাচ। ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের সাফ কাপ। পাকিস্তান খেলতে আসছে ভারতের মাটিতে। ভারত-পাক ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ফ্যানকোড অ্যাপ ইনস্টল করতে হবে। ভারত, ফিফা  ঙ্কিং-এ ৯৮ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে পাকিস্তান ১৯৫ তম স্থানে রয়েছে। ভারতীয় ফুটবল দল আটবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। অন্যদিকে একবারও পাকিস্তান এই ট্রফি জিততে পারেনি। যাইহোক, ভারতের আধিপত্য সত্ত্বেও, পাকিস্তান কয়েক বছর ধরে দারুণ ফুটবল খেলছে। যদিও এই বছরে পাকিস্তান চারটি ম্যাচ খেলে চারটিতেই হেরে গিয়েছে।


তবুও এই ম্যাচ সবসময়ই আলাদা। তা মেনে নিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীও। ম্যাচের আগে প্রশ্নের উত্তরে সুনীল বলেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচ খুব বেশি খেলা হয়নি। দুই একটা এমন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ম্যাচের আগে বা পরে দুই দলের ফুটবলাররাই বন্ধুর মতো মেশে। কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজার পরেই সবটাই যেন বদলে যায়।‘

Advertisement


কেন এমন হয় ফুটবলারদের? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সুনীল। তিনি বলেন, ‘আসলে আমরা সকলেই যখন বেড়ে উঠি, তখন থেকেই দুই দেশের রেষারেষির এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। সেই জন্যই বোধহয়, আমাদের মাঠে নামতেই এমনটা মনে হয়।‘
 দুই দল প্রথম একে অপরের সঙ্গে ১৯৫৯ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালের সাফ কাপে পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারতীয় দল। ভারত এই টুর্নামেন্টের আগে ভালো ফর্মে রয়েছে এবং সেই ফর্ম তারা অব্যহত রাখতে মরিয়া। ভারত-পাকিস্তানের এই ম্যাচের দিকে সকলের নজর থাকবে। কারণ, দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। 
 

আরও পড়ুন

ভারত বনাম পাকিস্তান: শেষ ৫টি ম্যাচ
পাকিস্তান ১  ভারত  ৩ (ফ্রেন্ডলি)-২৩ মার্চ ২০১১
ভারত ১ পাকিস্তান - ০ (SAFF চ্যাম্পিয়নশিপ) - ১ সেপ্টেম্বর ২০১৩
ভারত ০  পাকিস্তান ২ (ফ্রেন্ডলি)- ২০ আগস্ট, ২০১৪
ভারত ১  পাকিস্তান ০ (ফ্রেন্ডলি)- ১৭ আগস্ট, ২০১৪
ভারত ৩  পাকিস্তান  ১ (SAFF চ্যাম্পিয়নশিপ) ১২ সেপ্টেম্বর ২০১৮

 
 

Advertisement