আইপিএল (IPL 2023) শুরু হওয়ার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অনুশীলন দেখতে এসেছিলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মণীপুরে ত্রিদেশীয় সিরিজ খেলে শ্বশুরবাড়ি ঘুরে ব্যাঙ্গালোরে ফেরেন সুনীল। এরপরেই বিরাট কোহলীর (Virat Kohli) সঙ্গে দেখা করেন সুনীল। শুধু তাই নয়, ফাফ ডু প্লেসিদের সঙ্গে অনুশীলনও সারেন ভারতীয় দলের স্ট্রাইকার। আর এবার তাঁকে দেখা গেল ব্যাট হাতে।
স্টার স্পোর্টসের স্কুলে ব্যাট হাতে দারুণ কিছু স্ট্রোক খেলেন তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেঙ্গালুরু এফসি ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছে। দারুণ একটা কভার ড্রাইভও মারেন সুনীল। পুলও মারেন দারুণ দক্ষতায় নেটে ব্যাট করার সময় তাঁকে দেখে মনেই হয়নি তিনি নিয়মিত ক্রিকেট খেলেন না, বরং ফুটবলে মাঠ মাতান তিনি। সাদা টি শার্ট আর ডিপ নীল ট্রাউজারে দারুণ লাগছিল ভারতের ফুটবল দলের অধিনায়ককে।
আরও পড়ুন:কোহলিদের অনুশীলনে সুনীল ছেত্রী, করলেন শরীর ছুড়ে ফিল্ডিং
এর আগে বিরাটদের অনুশীলনেও বেশ ফিট লাগছিল সুনীলকে। গোটা দলকে উদ্বুদ্ধ করতে অনুশীলনে পৌঁছে গেলেন ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রী। দেখা করলেন বিরাট এবং বাকি খেলোয়াড়দের সঙ্গে।
শুধু তাই নয়, অনুশীলনের বিভিন্ন বিষয়ে অনুসন্ধানীও হতে দেখা গেল সুনীলকে। তিনি নিজেও থাকেন বেঙ্গালুরুতেই। সেইসঙ্গে বেঙ্গালুরু এফসি ফুটবল দলের অধিনায়ক। সেই দলের হয়ে তাঁর পারফরম্যান্সও বেশ নজরকাড়া। আর এবার নিজের শহরের ক্রিকেট দলের (Cricket Team) পাশেই দাঁড়ালেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে (Tri-Nation Football Tournament) তাঁর অধিনায়কত্বেই জয় পেয়েছে ব্লু টাইগার্সরা (Blue Tigers)। এমনকি গোলও করেছেন ক্যাপ্টেন। স্পোর্টসম্যান স্পিরিটের (Sportsman spirit) দিক দিয়ে বরাবরই এগিয়ে থাকেন এই ভারতীয় স্ট্রাইকার (Indian Striker)।
সেই ধারা বজায় রেখেই সোজা হাজির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলনে। আর তাঁকে পেয়ে উচ্ছ্বসিত গোটা শিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই (Social Media Handle) সেইসব ছবি এবং ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, জার্সি পড়ে বিরাটের সঙ্গে হাসিমুখে সুনীল। জাতীয় ক্রিকেট এবং ফুটবল দলের অধিনায়ককে পাওয়া গেল একফ্রেমে। শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ নিতেও দেখা গেল সুনীলকে। অনবদ্য কিছু মুহূর্ত তৈরি ব্যাঙ্গালোর অনুশীলনের অন্দরমহলে।