Sunil Chhetri Retirement: '৭ তারিখ হাউহাউ করে কাঁদব...' ফিট থেকেও কেন বিদায়, সুনীল বললেন...

কুয়েতের বিরুদ্ধে ময্াচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুনের সেই ম্যাচের পর অবসর জীবন কীভাবে কাটাবেন সে ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের (Indian Football Team) ক্যাপ্টেন।

Advertisement
'৭ তারিখ হাউহাউ করে কাঁদব...' ফিট থেকেও কেন বিদায়, সুনীল বললেন...Sunil Chhetri

কুয়েতের বিরুদ্ধে ময্াচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুনের সেই ম্যাচের পর অবসর জীবন কীভাবে কাটাবেন সে ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের (Indian Football Team) ক্যাপ্টেন। বৃহস্পতিবার সকালে অবসর ঘোষণার পর বিষাদে ডুবে আছে দেশের ক্রীড়ামহল। সুনীল ছেত্রী কি কাঁদবেন ৬ তারিখ যুবভারতীতে? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরও দিলেন সুনীল। ১৯ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করে কেরিয়ারের সুচনা করেছিলেন সুনীল। কুয়েতের বিরুদ্ধেও জিততেই হবে ভারতকে। সেই ম্যাচেও গোল করার আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন ভারতীয় দলের এই তারকা।

৬ জুন গোটা যুবভারতী যে আবেগের স্রোতে ভেসে যাবে তা এখন থেকেই অনুমান করা যায়। সতীর্থদের মতো তিনিও কি কাঁদবেন? সুনীল বললেন, '৬ জুন আমি অবসর নেব। ৭ জুন আমি হাউহাউ করে কাঁদব। ৮ জুন সারাদিন বিশ্রাম নেব। তার পর সময় কাটাব পরিবারের সঙ্গে।' সচিন তেন্ডুলকরও অবসর নেওয়ার ম্যাচে কেঁদে ফেলেছিলেন। সুনীল ছেত্রীও কি পারবেন আবেগকে বশে আনতে? উত্তরটা সময়ই বলবে। তবে তাঁর অবসরের সিদ্ধান্ত শারীরিক কারণে নয় সেটাও জানিয়ে দিয়েছেন সুনীল। সুনীল ছেত্রী সোশাল মিডিয়ায় বলেছেন, 'অবসরের সিদ্ধান্ত পুরোটাই শারীরিক নয়। আমি এখনও দারুণ ফিট। দৌড়তে পারি, ধাওয়া করতে পারি, রক্ষণে নেমে দলকে সাহায্য করতে পারি, কঠিন পরিশ্রম সমস্যা নয়। অবসরের সিদ্ধান্তের পিছনে রয়েছে মানসিক কারণ।'


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনীল বলেন, 'নিজের সঙ্গে লড়ছিলাম। সামগ্রিকভাবে ভাবনাচিন্তার চেষ্টা করছিলাম। অবসরের সিদ্ধান্তটা সহজাতভাবেই নিয়েছি। এরপর একবছর বেঙ্গালুরু এফসিতে খেলব। ঘরোয়া ফুটবল আর কতদিন খেলব, সেটাই এখনও জানি না। এবার আমি ছুটি নিতে চাই।'

POST A COMMENT
Advertisement