Suresh Raina Rahul Dravid: রায়নার টি-শার্ট দেখে যখন রেগে গিয়েছিলেন দ্রাবিড়, খুলিয়েছিলেন, কেন?

বিতর্কিত টি শার্ট পরায় সুরেশ রায়নাকে (Suresh Raina) জামা খুলিয়ে ছেড়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। লালরানটপকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে ফের মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রায়না। সে দিন রাহুল দ্রাবিড়কে দেখে ভয় পেয়ে গিয়েছেলেন তৎকালীন তরুণ ক্রিকেটার।  

Advertisement
রায়নার টি-শার্ট দেখে যখন রেগে গিয়েছিলেন দ্রাবিড়, খুলিয়েছিলেন, কেন?সুরেশ রায়না ও রাহুল দ্রাবিড়

বিতর্কিত টি শার্ট পরায় সুরেশ রায়নাকে (Suresh Raina) জামা খুলিয়ে ছেড়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। লালরানটপকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে ফের মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রায়না। সে দিন রাহুল দ্রাবিড়কে দেখে ভয় পেয়ে গিয়েছেলেন তৎকালীন তরুণ ক্রিকেটার।  

২০০৬ সালে মালয়েশিয়ায় যখন ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল ভারত, তখন দ্রাবিড়ের থেকে পোশাক নির্বাচন করা নিয়ে শিক্ষা পেয়েছিলেন রায়না। মালয়েশিয়ায় শপিং করতে গিয়ে রায়না একটা স্টাইলিশ টি-শার্ট নির্বাচন করেছিলেন। যাতে লেখা ছিল, ‘F***’। সেই টি-শার্ট রায়নাকে পরে ঘুরতে দেখে দ্রাবিড় বলেছিলেন, ‘তুমি কী জান, তুমি কী পরে ঘুরে বেড়াচ্ছো? তুমি ভারতের ক্রিকেটার। দেশের প্রতিনিধিত্ব করছ। তুমি এ ধরনের লেখা টি-শার্ট পরে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পার না।’ 

রায়না স্বীকার করেন, তিনি এই টি শার্টে ঠিক কী লেখা রয়েছে, সে ব্যাপারে কিছুই জানতেন না। দ্রাবিড়ের এই কথা শুনে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এবং সেই টি-শার্টটি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। সেই দিন থেকেই রায়নার মনে হয়েছিল, রাহুল দ্রাবিড় বেশ কড়া একজন ক্রিকেটার ও ক্যাপ্টেন। রায়না বলেন, 'সেই সময় অনেক ছোট ছিলাম, বুঝতে পারতাম না কী পরা উচিত, কী পরা উচিত নয়। গ্রাম থেকে উঠে আসা ছেলে খেলতে চলে গিয়েছিলাম। তবে সেদিন আমার শিক্ষা হয়ে গিয়েছিল। যখন দেশের দায়িত্ব পালন করছি তখন জামা কাপড় ঠিক ঠাক পরতে হবে।'   

ভারতীয় দলের জার্সিতে রায়নার রেকর্ড
দেশের হয়ে ২২৬টি একদিনের ম্যাচ খেলেছেন রায়না। ৫৬১৫ রান করেছেন তিনি। গড় ৩৫.৩১ পাঁচটা সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেট ৯৩.৫১। ভারতীয় দলের হয়ে ৭৮টি টি২০ খেলেছেন রায়না। ১৬০৪ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের গড় ২৯.১৬। বল হাতেও ভারতের হয়ে উইকেট নিয়েছেন রায়না। একদিনের ক্রিকেটে মোট ৩৬টি উইকেট রয়েছে তাঁর। টি২০-তে রয়েছে ১৩টি উইকেট।  

Advertisement

POST A COMMENT
Advertisement