Suresh Raina: হঠাত্‍ গদা হাতে রায়না, কীসের বার্তা? VIDEO

আইপিএল 2022 সুরেশ রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিলেও আইপিএল-এ বরাবরই ভয়ঙ্কর রায়না। তবুও এই মরশুমে কোনও দলই তাঁকে না নেওয়ায় বিস্মিত হয়েছিলেন অনেকেই। আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না। রায়না ২০৫টি আইপিএল ম্যাচে ৫,৫২৮ রান করেছেন। এ ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন শুধু বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। 

Advertisement
হঠাত্‍ গদা হাতে রায়না, কীসের বার্তা? VIDEOসুরেশ রায়না
হাইলাইটস
  • গদা হাতে অনুশীলন রায়নার
  • পরের মরশুমে ফিরবেন রায়না?

গদা হাতে ব্যায়াম করছেন সুরেশ রায়না (Suresh Raina)। এমন ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান। রায়না এমনিতেই তাঁর বক্তব্য এবং ট্যুইটের জন্য খবরে রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 নিলামে অবিক্রিত ছিলেন রায়না। নিলাম শেষ হওয়ার পরেও ১০ দলের কেউই রায়নাকে নেয়নি। সেই কারণে  একজন খেলোয়াড় হিসাবে রায়না এবারের আইপিএল-এ অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু রায়না এই মরশুমে দারুণ ধারাভাষ্য দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন। 

এখন সুরেশ রায়না একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তিনি একটি 'গদা' নিয়ে কসরত করছেন। রায়নার এই ভিডিওটি মহাভারতের ভীমের কথা মনে করিয়ে দেয়। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আইপিএল 2022 সুরেশ রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিলেও আইপিএল-এ বরাবরই ভয়ঙ্কর রায়না। তবুও এই মরশুমে কোনও দলই তাঁকে না নেওয়ায় বিস্মিত হয়েছিলেন অনেকেই। আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না। রায়না ২০৫টি আইপিএল ম্যাচে ৫,৫২৮ রান করেছেন। এ ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন শুধু বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। 

রায়নার অভাব টের পেয়েছে CSK

আইপিএল 2022-এ সুরেশ রায়নার অভাব স্পষ্ট ভাবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরে দেখা গিয়েছিল। চারবারের চ্যাম্পিয়ন সিএসকে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতেছিল এবং টেবিলের নবম স্থানে ছিল। মিডল অর্ডারের ব্যর্থতা বারবার ভুগিয়েছে ইয়েলো আর্মিকে। তার উপর সমস্যা বাড়িয়েছে রবীন্দ্র জাদেজার ক্যাপ্টেন্সি বিতর্ক। পরপর ম্যাচ হেরে ক্যাপ্টেন্সি ফের মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) হাতেই ছেড়ে দেন জাদেজা।  সিএসকে ভক্তরা আশা করছেন, পরের বছর আইপিএলে সুরেশ রায়না ফিরবেন তাঁদের প্রিয় দলে। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না।

POST A COMMENT
Advertisement