Surya Kumar Yadav: সূর্যকুমারকে ক্লিনচিট, পাকিস্তানকে পাত্তাই দিল না ICC

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়ের করা অভিযোগ ধোপে টিকল না। ক্লিনচিট পেয়ে গেলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ২২ গজের দ্বৈরত এবার মাঠের বাইরেও। কী অভিযোগ আনা হয়েছিল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের বিরুদ্ধে? শুনানিতে কী জানাল ICC?

Advertisement
সূর্যকুমারকে ক্লিনচিট, পাকিস্তানকে পাত্তাই দিল না ICCসূর্যকুমার যাদব
হাইলাইটস
  • ধোপে টিকল না পাকিস্তানের অভিযোগ
  • ক্লিনচিট পেলেন সূর্যকুমার যাদব
  • পাক খেলোয়াড়দের ভাগ্যে কী শাস্তি?

মাঠে ইতিমধ্যেই দু'বার হয়ে গিয়েছে, এবার মাঠের বাইরের দ্বৈরতেও পাকিস্তানকে ক্লিন বোল্ড ভারতের। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ক্লিনচিট দিল ICC। তাঁর বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়ের করা অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর সূর্যকুমার এদিন শুনানিতে উপস্থিত ছিলেন এবং তাঁকে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, শাস্তি হিসেবে সূর্যকুমারের থেকে জরিমানা বাবদ ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে। অথবা কেবলমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেওয়া হবে ভারতীয় অধিনায়ককে। আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল। 

অন্যদিকে, BCCI-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুনানিতে হাজিরা দেবেন পাক ক্রিকেটাররা। 

২২ গজে ভারত-পাকিস্তান বৈরতা পৌঁছে গিয়েছে অন্য স্তরে। নিছক খেলার দ্বৈরত পেরিয়ে দু’দেশের ক্রিকেট প্রশাসকরা একে অপরের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। দুই পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণের বিরুদ্ধে ICC-র কাছে কড়া অভিযোগ দায়ের করে ভারতীয় বোর্ড। BCCI দুই পাক ক্রিকেটারের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে ICC-কে ই-মেল করেছিল। হাফসেঞ্চুরির পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন। সেখানে ICC-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের। ফারহান যদিও বলেছিলেন, 'সেই সেলিব্রেশন আমার মনে এসেছিল, তাই করেছি। আমি সাধারণত খুব বেশি এসব করি না। আমি ভেবেছিলাম আলাদা কিছু করব। এখন মানুষ এটাকে কে কীভাবে নেয় তাতে আমার কিছু যায় আসে না।'

আবার ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো নিয়ে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। এরপরই দু'টি অভিযোগের ভিত্তিতে দু'টি শুনানির সময় ধার্য করে ICC। 

ইতিমধ্যেই বৃহস্পতিবার পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে সূর্যকুমার যাদবের শুনানি সম্পন্ন হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে এদিন শুনানি হয় ভারত অধিনায়কের। আনুষ্ঠানিক রায় ঘোষণা এখনও হয়নি। 

Advertisement

দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানি শুক্রবার। যা হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। তারপর তাঁদের ভাগ্যে কী শাস্তি রয়েছে তা জানা যাবে। 

 

POST A COMMENT
Advertisement