নেপালের (Nepal) বিরুদ্ধে জিতে বাংলাদেশ (Bangladesh) টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সুপার এইটে জায়গা করে নিল। সোমবার সকালে বাংলাদেশ জয় পেল ২১ রানে। কিংস্টোনে শুরুতে ব্যাট করতে নেমে ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। তাঁর রান ২২ বলে ১৭। মহমদুল্লা রিয়াদ ও রিশাদ হোসেন ১৩ রান করে আউট হন। জাকের আলি ১২ ও শেষে তাসকিন আহমেদ ১২ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১০৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
নেপালের চার বোলার ২টি করে উইকেট তুলে নেন। সোমপাল কামি, দিপেন্দ্র সিং, রোহিত পডেল ও সন্দীপ লামিছানে ২টি করে উইকেট তুলে নেন। জবাবে মাত্র ৮৫ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। তানজিম হাসান সাকিব চার উইকেট তুলে নেন। মুস্তাফিজুর রহমান তুলে নেন ৩ উইকেট। সাকিব আল হাসান ২টি উইকেট নেন। শেষে ২১ রানে জিতে সুপার এইটে জায়গা পাকা করে বাংলাদেশ।
সুপার এইটে কাদের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ?
সুপার এইটে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। শনিবার তাদের ম্যাচ ভারতের বিরুদ্ধে। সুপার এইটে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। এর মধ্যে দুই ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। তাই এই তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ সাকিবদের জন্য। তবে তাদের ব্যাটিং-এর দুর্বলতা ঢাকতে না পারলে সমস্যা বাড়বে। তাই দ্রুত এই সমস্যা মেটাতে হবে মহমাদুল্লা রিয়াদদের তবেই সেমিফাইনালের রাস্তা অনেকটা পরিস্কার করতে পারবে তারা।
ভাল খেলতে হবে সাকিবকেও। এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেললেও সেই দাপট দেখা যায়নি তাঁর ব্যাটে। বল হাতে যদিও নিজের কাজটা মোটামুটিভাবে করে যাচ্ছেন এই অলরাউন্ডার।