scorecardresearch
 

T20 World Cup 2024 Final India vs South Africa: পঞ্চাশের আক্ষেপ ঘোচাল কুড়ি, ১৭ বছর পরে T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর আইসিসি ট্রফি ভারতের ঘরে। ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। ফাইনাল ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখতে পারল নয়া চোকার্স দক্ষিণ আফ্রিকা।

Advertisement
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোহিতবাহিনী টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন রোহিতবাহিনী

চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর আইসিসি ট্রফি ভারতের ঘরে। ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর আইসিসি ট্রফি ভারতের ঘরে। ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। ফাইনাল ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখতে পারল নয়া চোকার্স দক্ষিণ আফ্রিকা।  

আউট মিলার

দুরন্ত ক্যাচ সূর্যকুমারের। ১৬১ রানে ৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।  

আউট হলেন ইয়ানসন

১৫৬ রানে ৬ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। দারুণ বোলিং বুমরার। 

আউট ক্লাসেন

হার্দিকের বলে আউট ক্লাসেন। ১৫১ রানে পাঁচ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

দারুণ ইনিংস ক্লাসেন ও মিলারের

২৩ বলে ৫১ রান ক্লাসেনের। ১৫০ পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।  

১০০ পেরোল দক্ষিণ আফ্রিকা

লক্ষ্যের দিকে এগোচ্ছে দঃ আফ্রিকা। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে রান ১০১।

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৮১

১০ ওভার শেষ। অর্ধেক রাস্তা পার প্রোটিয়াদের। ৩ উইকেট হারিয়ে তারা করল ৮১ রান। ক্রিজে ডি কক ও ক্লাসেন। উইকেট চাই ভারতের. 

আউট স্টাব

শঙ্কা বাড়াচ্ছিল স্টাব আর ডি'ককের জুটি। অক্ষরের বলে বোল্ড স্টাব। ফিরলেন ২১ বলে ৩১ রান করে। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭১। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্লাসেন।

৫০ রান পেরোল দক্ষিণ আফ্রিকা

৭ ওভারে ৫০ রানের গণ্ডি পেরোল দক্ষিণ আফ্রিকা। ব্রেক থ্রু-র অপেক্ষায় টিম ইন্ডিয়া। 

পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪২

পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেল ২ উইকেটে ৪২ রানে। 

Advertisement

ধাক্কা সামলে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রাথমিক ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা। উইকেটে ডি'কক আর স্টাব।

উইকেট নিলেন আর্শদীপ 

১২ রানে ২ উইকেট হারাল দঃ আফ্রিকা। দারুণ ক্যাচ পন্তের। 

উইকেট পেল ভারত

আউট হলেন রিজা হেনরিক্স। উইকেট নিলেন বুমরা। 

১৭৬ রানের লক্ষ্য রাখল ভারতীয় দল

বিরাট কোহলি ভারতীয় দলের স্টার। আরও একবার তা প্রমাণ করলেন কিং কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংসে ভারতীয় দলের স্কোর ১৭৬।  

১৯ ওভার শেষ

৪৯ রান খেলেন মার্কো ইয়েনসন। হারদিকি নেমেই মারলেন চার। এই ওভার থেকে এল ১৭ রান। ৫ উইকেটে ১৬৭ রান ভারতের। 

আউট বিরাট

৫৯ বলে ৭৬ রান করে আউট বিরাট। দারুণ ইনিংস কিং কোহলির। ১৬৩ রানে ৫ উইকেট হারাল ভারত

১৮ ওভার শেষ

১৫০ করে ফেলল ভারতীয় দল। এই ওভারে এল ১৫ রান। ১৭০ রানকে টার্গেট করছে ভারতীয় দল। 

১৭ ওভার শেষ

১৩৪ রান ভারতের। হাফ সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। আট রান এল ওভার থেকে। 

১৬ ওভার শেষ

চার উইকেট হারিয়ে ভারতের রান ১২৬। আট রান এল ওভার থেকে। 

১৫ ওভার শেষ

ভারতের রান ১১৮। ১০ রান এল ওভার থেকে। প্রথম বলেি ৬ মেরে চাপ কিছুটা কমিয়ে দিয়েছিলেন শিবম দুবে।   

চার উইকেট হারাল ভারত

আউট হলেন অক্ষর প্যাটেল। চার উইকেট খোয়াল টিম ইন্ডিয়া। ৪৭ রান করে আউট হলেন অলরাউন্ডার। 

১০০ করে ফেলল টিম ইন্ডিয়া

১৪ ওভারের আগেই ১০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। 

১২ ওভার শেষ

১১ রান এল এই ওভার থেকে। ৩ উইকেটে ৯৩ রান ভারতের। 

১১ ওভার শেষ

৭ রান এল ওভার থেকে। ৩ উইকেটে ৮২ রান ভারতের। 

১০ ওভার শেষ

৬ রান এল তাবরেজ সামসির ওভার থেকে। ৩ উইকেটে ৭৫ রান ভারতীয় দলের। 

৯ ওভার শেষ

নবম ওভার থেকে এল ৯ রান। দারুণ ছক্কা অক্ষরের ব্যাট থেকে। ৩ উইকেট হারিয়ে ৬৮ রান ভারতের। 

আট ওভার শেষ

১০ রান এল অভার থেকে দারুণ শটে ছক্কা মারলেন অক্ষর। ৩ উইকেটে ৫৯ রান ভারতীয় দলের। 

সাত ওভার শেষ

চার রান এল আনরিখ নোকিয়ার ওভার থেকে। ৩ উইকেট হারিয়ে ৪৯ রান ভারতের। 

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লে শেষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৪৫ রান ভারতীয় দলের। 

পাঁচ ওভার শেষ

৩ উইকেট হারিয়ে ৩৯ রান ভারতের। এই ওভারেই আউট হয়েছেন সূর্যকুমার। পাশাপাশি নেমেই দারুণ চার মেরেছেন অক্ষর প্যাটেলও। উইকেটে টিকে থেকে রান করতে চাইছেন অক্ষর ও বিরাট। 

আউট সূর্যকুমার

৩ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। আউট হলেন সূর্যকুমারও। ৩৪ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।  

চার ওভার শেষ

৬ রান এল ওভার থেকে। এই অভারে দারুণ শটে চার মেরেছেন বিরাট। চার ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান ভারতের। 

৩ ওভার শেষ

ভাগ্যের জোরে বেঁচে গেলেন সূর্যকুমার যাদব। ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান ভারতের। 

পরপর উইকেট হারাল ভারত

Advertisement

এবার আউট পন্তও। ০ রানেই আউট উইকেটকিপার ব্যাটার। দক্ষিণ আফ্রিকাকে সাফল্য এনে দিলেন কেশব মহারাজ। ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারতীয় দল। 

আউট হলেন রোহিত

আউট হলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ২৩ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল। 

১৫ রান এল প্রথম ওভার থেকে

দারুণ ছন্দে বিরাট। তিনটে চার মারলেন বিরাট। প্রথম ওভারে এল ১৫ রান দারুণ শুরু ভারতের। 

অপরিবর্তিত দক্ষিণ আফ্রিকা দলও

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি

ভারতীয় দলে কারা?

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা

টসে জিতল ভারত

ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। দলে কোনও পরিবর্তন করেনি ভারত। 

টসে জিতলে কী করা উচিত?

টসে জিতলে ভারতীয় দলকে ব্যাট করার পরামর্শ দিলেন প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বার্বেডোজ স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে ভারত

টিম ইন্ডিয়া ফাইনাল খেলতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টেডিয়ামে। 

 

Advertisement