scorecardresearch
 

T20 World Cup 2024 India vs Bangladesh: বাংলাদেশ ম্যাচে বাদ পড়বেন শিবম? আফগানদের হারিয়ে রোহিতের ইঙ্গিত...

সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তা বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। বাদ পড়েন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে এখানেই শেষ নয়, আফগানিস্তান ম্যাচে জিতলেও, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দলে পরিবর্তন হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisement
শিবম দুবে ও সঞ্জু স্যামসন শিবম দুবে ও সঞ্জু স্যামসন

সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তা বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। বাদ পড়েন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে এখানেই শেষ নয়, আফগানিস্তান ম্যাচে জিতলেও, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দলে পরিবর্তন হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

সব ম্যাচে তিন স্পিনার নাও খেলতে পারে...
আফগানিস্তান ম্যাচ শেষে রোহিত জানান, বাংলাদেশ ম্যাচে পরিস্থিতির কথা মাথায় রেখে দলে কিছু বদল আসতে পারে। জানিয়ে দেন, ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে বলে সব ম্যাচেই ন স্পিনার খেলবে এমন ভাবার কোনও কারণ নেই। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, 'আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনও পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল, এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভাল। তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে তিন পেসারও খেলাতে পারি।'

বাদ পড়বেন দুবে?
আসলে কালকের ম্যাচে ভারতীয় দল সাত বোলার নিয়ে খেলতে নেমেছিল। তবে রোহিত ব্যবহার করেছেন ছ'জনকে। শিবম দুবেকে অল রাউন্ডার হিসেবে নেওয়া হলেও, ব্যাট হাতে তাঁর রান নেই। রোহিতও তাঁকে বল দেন না। ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতা তো আছেই, তার সঙ্গে মিডল অর্ডারে শিবম ব্যর্থ হলে বড় দলের বিরুদ্ধে এমস্যা হতে পারে। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন শিবমের জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ ম্যাচে কি এই পরিবর্তন আনবে ভারতের টিম ম্যানেজমেন্ট?  এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, শনিবারই বাংলাদেশ ম্যাচ। এত তাড়াতাড়ি দলে বদল নাও হতে পারে। উইনিং কম্বিনেশনে বদল নাও আসতে পারে।

আরও পড়ুন

Advertisement

দলের বোলারদের জন্য বিশেষ করে যশপ্রীত বুমরার পারফরম্যান্স নিয়ে বেশ খুশি ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'আমার বিশ্বাস ছিল যে বোলারেরা দলকে জেতাবে। বুমরা আমাদের সম্পদ। ওকে যখনই বল দিই, ও উইকেট নেয়। বুমরা দায়িত্ব নিতে ভালবাসে। তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয়। সেই কাজটাই এই ম্যাচে করার চেষ্টা করেছি।'     

Advertisement