scorecardresearch
 

T20 World Cup 2024 India vs Pakistan: চার-ছক্কা নয়, আমেরিকার কাছে হারা পাকিস্তানকে ভারত হারাতে চায় অন্য স্ট্র্যাটেজিতে

ICC T20 বিশ্বকাপে রবিবার মহারণ। ভারত ও পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ নিয়ে নিউইয়র্কে উন্মাদনা আকাশছোঁয়া। ভারতীয় সময় রাত ৮টা থেকে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে এই ম্যাচটি হবে। তবে এই ম্যাচের আগে, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ড্রপ-ইন পিচ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ড্রপ-ইন পিচ নিয়ে ফের প্রশ্ন তুলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সংবাদিক সম্মেলনে রোহিত বলেন, এই পিচে কী হবে তা নিয়ে কিউরেটররাও বিভ্রান্ত। ভারতীয় ক্রিকেটাররা ড্রপ-ইন পিচের সঙ্গে খুব বেশি পরিচিত নয়। 

Advertisement
রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

ICC T20 বিশ্বকাপে রবিবার মহারণ। ভারত ও পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ নিয়ে নিউইয়র্কে উন্মাদনা আকাশছোঁয়া। ভারতীয় সময় রাত ৮টা থেকে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে এই ম্যাচটি হবে। তবে এই ম্যাচের আগে, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ড্রপ-ইন পিচ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ড্রপ-ইন পিচ নিয়ে ফের প্রশ্ন তুলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সংবাদিক সম্মেলনে রোহিত বলেন, এই পিচে কী হবে তা নিয়ে কিউরেটররাও বিভ্রান্ত। ভারতীয় ক্রিকেটাররা ড্রপ-ইন পিচের সঙ্গে খুব বেশি পরিচিত নয়। 

আমরা পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছি না: রোহিত
পাকিস্তান দল আমেরিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করলেও বাবর আজমদের একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না রোহিত। পাশাপাশি নিউইয়র্কের পিচ নিয়েও ভারতীয় শিবির যে বেশ ধন্ধে রয়েছে তাও জানাতে ভুললেন না ক্যাপ্টেন। তিনি বলেন, 'নিউ ইয়র্ক তো আমাদের ঘরের মাঠ নয়। আমরা এখানে দুটো ম্যাচ খেলেছি। এখানকার পিচ নিয়ে তবুও খুব বেশি ধারনা নেই। বিভিন্ন দিন, আলাদা রকমের আচরণ করে পিচ। এমনকি পিচ কিউরেটরও কনফিউজ। এর থেকেই বোঝা যায়, আমাদের অবস্থাটা কীরকম। আমরা এখনও জানি না, পাকিস্তানের বিরুদ্ধে কোন পিচটায় খেলা হবে। সুতরাং, এটুকু বলতে পারি, যে দল ভালো খেলবে, তারাই জিতবে।'

বড় মাঠ নিয়েও সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার 
নিউইয়র্কের আউটফিল্ড যেমন স্লো ঠিক তেমনই বেশ বড়। ফলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেটা মেনে নিয়েই অত্যাধিক আক্রমণের রাস্তায় হাঁটতে নারাজ রোহিত। বরং রানিং বিটুইন দ্য উইকেটের উপর জোর দিতে চান তিনি। রোহিত বলেন, 'খুব আক্রমণাত্মক বা রক্ষণাত্মক নয়। আউটফিল্ড বড়, তাই বুদ্ধিমত্তার সঙ্গে খেলার এবং ফাঁক খুঁজে বল পুশ করে রান নেওয়ার সুযোগ রয়েছে।'

Advertisement

ভারতের প্রথম ম্যাচে আইরিশ বোলাররা 'অসম বাউন্স' পেয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পন্তের শরীরে বল লেগেছে। হাফ সেঞ্চুরি করার পর চোট পান রোহিত শর্মা। ঝুঁকি না নিয়ে উঠেও যান তিনি।

Advertisement