T20 World Cup Schedule 2024: T20 বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, ভারত-পাক কবে?

৯ জুন মহারণ। ওই দিন নিউইয়র্কে টি২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। ৫ জুন হবে এই ম্যাচ।

Advertisement
T20 বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, ভারত-পাক কবে?
হাইলাইটস
  • টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ কবে?
  • কবে হবে ভারত-পাক ম্যাচ?

৯ জুন মহারণ। ওই দিন নিউইয়র্কে টি২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। ৫ জুন হবে এই ম্যাচ।

২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল টি২০ বিশ্বকাপ। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল। বৃহস্পতিবার আইসিসি টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তান ম্যাচের পর আয়োজক আমেরিকার বিরুদ্ধেও ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ১২ জুন এই ম্যাচ হবে নিউ ইয়র্কে। ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। 

গ্রুপ পর্বে ভারতের ম্যাচ

৫ জুন ভারত বনাম আয়ারল্যান্ড
৯ জুন ভারত বনাম পাকিস্তান
১২ জুন ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
১৫ জুন ভারত বনাম কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে বার্বাডোজে
ভারত যদি সুপার 8 পর্বের জন্য যোগ্যতা অর্জন করে, তাহলে রাউন্ডের তাদের প্রথম ম্যাচটি ২০ জুন বার্বাডোসে হবে। একই মাঠে ২৯ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে বলে সূত্রের খবর।

টি২০ বিশ্বকাপে খেলবেন রোহিতরা?

একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর মনে করা হয়েছিল, ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে হয়ত অবসর নিয়ে নেবেন রোহিত শর্মা, বিরাট কোহলি বা মহম্মদ শামিরা। তবে বোর্ড রোহিতকে রাজি করিয়ে নিয়েছে। ভারতীয় দলের ক্যাপ্টেন নিজেই জানিয়ে দিয়েছেন, টি২০ বিশ্বকাপে তিনি থাকছেন।   

দীর্ঘদিন আইসিসি ট্রফি পাচ্ছে না ভারত
আইসিসি ট্রফির কাছাকাছি গিয়েও তা ছোঁয়া হচ্ছে না ভারতীয় দলের। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। তবে এরপর কেটে গিয়েছে ১১ বছর। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। তবে ধারাবাহিক ভাবে দ্বিপাক্ষিক সিরিজ যেমন জিতেছে, তেমনই একাধিক টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে ভারত। সে তালিকায় যেমন দুইবার বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে, ঠিক তেমনি রয়েছে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠাও। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে ভারতের?

Advertisement

POST A COMMENT
Advertisement