ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি২০ বিশ্বকাপ জয় ভারতের। অপরাজিত এই জয়ের অন্যতম কান্ডারি সূর্যকুমার যাদব। ফাইনালে রান না পেলেও, করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাদ দিলে ব্যাট হাতেও মিডল অর্ডারকে ভরসা জুগিয়েছেন স্কাই। আর শনিবার তাঁর ধরা ক্যাচেই বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার ভাগ্য। ম্যাচ জেতার পর, স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সূর্যকুমার।
ম্যাচ শেষে আজতককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, 'দল জেতার পর আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম।' ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ক্যাচ প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, 'ক্যাচের সময় তিন-চার সেকেন্ড কিছু বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ক্যাচটা ধরার জন্য যা দরকার সেটাই করেছি। যা হয়েছে, ভালোর জন্যই হয়েছে। এর জন্যই আমরা এত অনুশীলন করেছি ফিল্ডিং কোচের সঙ্গে।'
২০২৩-এ ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। সূর্যকুমার শুধু নয়, গোটা দলের কাছেই শনিবারের ম্যাচের আগেও সেই স্মৃতি টাটকা ছিল। এত কাছ থেকে খালি হাতে ফেরা হতাশ করলেও টিম ইন্ডিয়া হাল ছাড়েনি। সাত মাসের মধ্যে টি২০ বিশ্বকাপে বদলা নিয়েছেন রোহিত শর্মারা। বাকি ছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। সেটাও করে দেখালেন বিরাটরা। সমালোচনার ঝড় সামলে সাফল্যের শিখরে ভারত। আর এক্ষেত্রে কেই বা অস্বীকার করতে পারে সূর্যকুমারের মতো ব্যাটারকে?
তিনি বলেন, এবার আমরা টুর্নামেন্ট শুরুর পর থেকে খুব বেশি কথা বলিনি, পরিবেশটা পুরোপুরি শান্ত রেখেছি, এবার আমাদের মূলমন্ত্র ছিল আমাদের পা যেখানে, মনও সেখানেই। আমরা এক ধাপ এগিয়ে ভাবিনি। আমরা সেমিফাইনালে এভাবে খেলব, ফাইনালে উঠলে কী করব। এসব চিন্তাই করিনি। শুধু চিন্তা করছিলাম কোথায় রয়েছি।' যাদব আরও বলেন, 'আমরা গতবার করা ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই ভুলগুলো ম্যাচে পুনরাবৃত্তি করব না, তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্কোর যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, আমরা লড়ব। এটা প্রত্যেক ভারতীয়র জন্য আনন্দের মুহূর্ত।'