প্রতীকী ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আসর বসছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। সকলেই উৎসুক জানতে, ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে দেখা যাবে। ক্রিকেটপ্রেমীদের জন্য এবার ডাবল ধামাকা। একবার নয়, একই দিনে দু'বার পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে নামবে ভারত। কীভাবে?
কবে এই ডাবল ধামাকা?
আগামী ১৫ ফেব্রুয়ারি একই দিনে দু'বার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ যে ওই দিন হবে, তা আগেই নির্ধারিত ছিল। এবার মহিলাদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচ পড়ল ওই একই দিনে।
সোমবারই ACC ঘোষণা করেছে, রাইজিং স্চার্স এশিয়া কাপের সূচি। তাতে দেখা যাচ্ছে, ছেলেরা টি-২০ ওয়ার্ল্ড কাপে যেদিন ময়দানে নামছে, ওই দিনই মহিলারাও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
আগামী ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মহিলাদের প্রতিযোগিতা হবে থাইল্যান্ডে। ম্যাচগুলি রয়েছে ব্যাঙ্ককে। একই গ্রুপে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল।
১৫ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তান দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামবে। সেই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২.৩০টা থেকে।
অন্যদিকে, একই দিনে টি-২০ ওয়ার্ল্ড কাপে ছেলেদের ম্যাচ রয়েছে সে দিন সন্ধ্যা ৭টা থেকে। মহিলাদের ম্যাচটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অর্থাৎ চার ঘণ্টার মধ্যে খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে কোনওমতেই ২টি ম্যাচের ক্ল্যাশ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, রাইজিং স্টার্স প্রতিযোগিতায় গ্রুপের সেরা ২ দল সেমিফাইনাল খেলবে। ফলে ভারত এবং পাকিস্তান এই তালিকায় পড়লে আবারও মহিলাদের ক্রিকেটে ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা।