scorecardresearch
 

South Africa vs India 1st ODI: প্রথম ম্যাচে টিমে দু'জন স্পিনার, টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

অধিনায়ক রাহুলের সাথে শিখর ধাওয়ান ইনিংস ওপেন করবেন। তিন নম্বরে বিরাট কোহলি দীর্ঘদিন পর অধিনায়কত্বের চাপ ছাড়াই মাঠে নামবেন। এঁরা ছাড়াও মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্ত। ছয় নম্বরে ভেঙ্কটেশ আইয়ার এবং সাত নম্বরে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যাবে অলরাউন্ডারের ভূমিকায়।

Advertisement
প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ
  • চাহাল এবং অশ্বিন দুজনেই সুযোগ পেতে পারেন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে নামছে ভারত। রোহিত শর্মার(Rohit Sharma) অনুপস্থিতিতে সহ-অধিনায়ক কেএল রাহুল (KLRahul) দলকে নেতৃত্ব দেবেন, এটাই রাহুলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ। টিম ইন্ডিয়া দীর্ঘদিন পর সিনিয়র খেলোয়াড়দের নিয়ে একদিনের ক্রিকেটে খেলতে নামবে। পার্ল তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ভারতীয় সময় দুপুর ২টা থেকে শুরু হবে।
ওপেনার রোহিত শর্মা না থাকায় কিছুটা সমস্যা হবে ভারতের। পাঁচ নম্বরে ব্যাট করতে আসা কেএল রাহুলকে আবারও ওপেনিংয়ের দায়িত্ব নিতে হবে। ম্যাচের আগে সংবাদিকদের  এই কথাই জানান রাহুল। একই সময়ে, রাহুলও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে। রাহুল বলেন ভেঙ্কটেশ নেটে ভাল বোলিং করছে।

ওপেন কারা করবেন
অধিনায়ক রাহুলের সাথে শিখর ধাওয়ান ইনিংস ওপেন করবেন। তিন নম্বরে বিরাট কোহলি দীর্ঘদিন পর অধিনায়কত্বের চাপ ছাড়াই মাঠে নামবেন। এঁরা ছাড়াও মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্ত। ছয় নম্বরে ভেঙ্কটেশ আইয়ার এবং সাত নম্বরে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যাবে অলরাউন্ডারের ভূমিকায়।


পার্লের পিচেও স্পিনার?
স্পিনাররা পার্লের পিচে সাহায্য পেতে পারেন। সেই কারণে টিম ইন্ডিয়া যুজবেন্দ্র চাহালের সাথে অশ্বিনকেও খেলাতে পারে। যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহারকে দলের ফাস্ট বোলিংয়ের দায়িত্ব নিতে দেখা যেতে পারে। ২০১৮ সালে টিম ইন্ডিয়ার হয়ে, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল একসঙ্গে ৬ ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছিলেন।ভারত ছয় ম্যাচের সিরিজে ৫-১ ব্যবধানে জিতে নেয়। তবে এবার দলে কুলদীপ নেই তাই চাহাল আর অশ্বিনকেই দায়িত্ব নিতে হবে উইকেট তোলার ক্ষেত্রে।


সম্ভাব্য ভারতীয় একাদশ
কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা

Advertisement

Advertisement