
ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরা টেস্টে আইসিসি র্যা ঙ্কিং-এ শীর্ষে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৯ উইকেট নেওয়ার শীর্ষে উঠে এসে ইতিহাস গড়েছেন ভারতের এই পেসার। এর আগে টিম ইন্ডিয়ার আর কোনও পেসার এর আগে শীর্ষে যেতে পারেননি।
ভারতীয় বোলারদের মধ্যে তিনি চতুর্থ। এর আগে বিষেণ সিং বেদী, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন উঠে এসেছেন শীর্ষে। সোমবার এক সাক্ষাৎকারে ভারতীয় দলের আরও এক তারকা পেস বোলার মহম্মদ শামি বলেছিলেন, ভারতীয় দলের পেস অ্যাটাক গোটা বিশবের মধ্যে সেরা। এটা তার প্রমাণ। কেরিয়ারে ৪৯৯ উইকেট নিয়ে ফেলা বুমরা যে শীর্ষে থাকবেন সেটাই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একদিনে হয়নি। গত দশ বছর ধরেই ভারতের বোলিং একটু একটু করে সেরা হওয়ার জায়গায় এসেছে।
একটা সময় ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা নতুন বলে স্যুইং করানোর পাশাপাশি পুরনো বলেও রিভার্স করাতে পারতেন। এখন সেই দায়িত্ব পেয়েছেন বুমরা। তিনি এখন উইকেট ছিটকে দেন বিপক্ষের। ৯ উইকেট নেওয়া বুমরা ম্যাচের সেরা হয়েছেন। গতির তারতম্য, পুরনো বলে রিভার্স সুইং কাট করানো আর বিপক্ষ ব্যাটারদের দুর্বলতা খুঁজে বের করা— বুমরার সমকক্ষ পেস বোলার এই মুহূর্তে খুঁজে পাওয়া মুশকিল। এমনকি যে অস্ট্রেলিয়া পেস বোলিংয়ের জন্য গত ২৫-৩০ বছর সুনাম অর্জন করেছে, তারাও পর্যন্ত বুমরায় মুগ্ধ।
এর আগে ওয়ান ডে ও টি২০ ফরম্যাটেও শীর্ষে উঠেছেন বুমরা। তবে টেস্টে সেরা হওয়া হয়নি তাঁর। টেস্টে এতদিন তাঁর সেরা র্যা ঙ্কিং ছিল তিন। এরপর তিনি উঠে এসেছেন শীর্ষে। ভারতীয় দলের জার্সিতে তো বটেই, আইপিএল-এও দারুণ ফর্মে ছিলেন তিনি। ফলে তাঁর এই শীর্ষে ওঠা ছিল সময়ের অপেক্ষা। পাশাপাশি টিম ইন্ডিয়ার এই তারকা পেসার যে চাপ তৈরি করেন বিপক্ষের ব্যাটারদের উপর তা বেশ স্পষ্ট। এবারের টেস্ট সিরিজেও বারেবারেই তা দেখা যাচ্ছে।