মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। সোমবার (২০ ফেব্রুয়ারি) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দল ডাকওয়ার্থ এবং লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে পাঁচ রানে পরাজিত করে। জয়ের জন্য আয়ারল্যান্ডকে ১৫৬ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। কিন্তু ৮.২ ওভারের পরেই বৃষ্টি হয়। সেই সময়ে, আয়ারল্যান্ড দুই উইকেটে ৫৪ রান করেছিল এবং তখন DLS নিয়মে পাঁচ রানে পিছিয়ে ছিল।
প্রবল বৃষ্টি হওয়ায় খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ফলে টিম ইন্ডিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি মান্ধানা। ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি। ৫৬ বলের এই ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান স্মৃতি। এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারে ভারতের।
আরও পড়ুন: দিল্লির পিচে সুইপ শটেই কপাল পুড়ল অজিদের, সমালোচনা প্রাক্তনদের
সেন্ট জর্জ পার্কে ভারত আয়ারল্যান্ডকে হারায় টসে। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে আউট করে টিম ইন্ডিয়াকে ধাক্কা দেয় আয়ারল্যান্ড। প্রথম ১০ ওভারের মধ্যে ৬২ রান করে তারা। শেফালি আবারও ভাল শুরু করে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ক্যাপ্টেন ডেলানির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আরও পড়ুন: হরমনপ্রীতদের হাতে বিশ্বকাপ দেখতে চান ঝুলন
শেফালির আউটের পর ক্রিজে আসেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (১৩ রান)। যেখানে হরমনপ্রীত রান করতে হিমশিম খাচ্ছিলেন, স্মৃতি বারে বারে ছক্কা মেরে ভারতের রান এগিয়ে নিয়ে যান। প্রয়োজনে সিঙ্গলও নিতে থাকেন। ছক্কা মেরেই হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকা স্মৃতি জর্জিনা ডেম্পসির বলে পরপর পরপর দুটি চার মারেন। একটি ছক্কাও মেরেছেন তিনি।