পাকিস্তানকে টপকে আইসিসি টি২০ র্যাঙ্কিং-এ (ICC T20 Ranking) শীর্ষে চলে এল ভারতীয় দল (Team India)। এই বছরেই টি২০ বিশ্বকাপ আয়োজন হবে। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পরই শীর্ষে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।
১৯ নভেম্বর একদিনের বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয়েছিল রোহিত শর্মার ভারতীয় দলকে। তবে টি২০ সিরিজে সূর্যকুমার যাদবরা সেই হারের বদলা নিয়ে নিয়েছেন। প্রথম দুই টি২০ ম্যাচ জেতার পর রাঁচিতে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। তবে পাঁচ ম্যাচের সিরিজে রায়পুরে অজিদের ২০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। আর তার জেরেই শীর্ষে উঠে এসেছে মেন ইন ব্লু। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা ছাড়াও দারুণ জয় পেয়েছে সূর্যকুমারের ভারতীয় দল।
একদিনের বিশ্বকাপের আগে ভারতীয় দল ওডিআই র্যাঙ্কিং-এর শীর্ষে উঠে এসেছিল। তবে তৃতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্ন সত্যি হয়নি ভারতীয় দলের। টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি। এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতীয় দল র্যাঙ্কিং-এর শীর্ষে থাকতে পারে কিনা সেটাই এখন দেখার।
ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হবে ২০ দলের টি২০ বিশ্বকাপ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা আটটি দল এমনিতেই সুযোগ পেয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এরপর ১৪ নভেম্বর অবধি র্যাঙ্কিং-এর ভিত্তিতে আরও দুই দল যোগ্যতা অর্জন করেছে। সেই দুই দল হল আফগানিস্তান ও বাংলাদেশ। বাকি আটটি জায়গা নিয়ে লড়াই চালায় বিভিন্ন মহাদেশের বেশ কয়েকটি দেশ। আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ থেকে ২টি দল, আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দল খেলার সুযোগ পেয়েছে।
এখনও অবধি ইউরোপ থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এশিয়া থেকে নেপাল ও ওমান যোগ্যতা অর্জন করেছে। পাপুয়া নিউ গিনি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে, আর কানাডা আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকার দু'টি জায়গার মধ্যে, নামিবিয়া যোগ্যতা অর্জন করেছে। এরপর উগান্ডাও সুযোগ পেয়ে গেল টি২০ বিশ্বকাপ খেলার।