বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) ম্যাচের আগে জার্সি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অ্যাডিডাসের বানানো এই জার্সি এবার কিনতে পারেন আপনিও। কীভাবে কিনবেন সেই জার্সি? বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) জার্সির দামই বা কত?
কীভাবে কিনতে পারেন ভারতীয় দলের জার্সি?
টিম ইন্ডিয়ার (Team India) জার্সি শীঘ্রই অ্যাডিডাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। দ্রুত জার্সি পেতে একটি প্রাথমিক সদস্যপদ নিতে হবে। জার্সিটি বিখ্যাত ডিজাইনার আকিব ওয়ানি ডিজাইন করেছেন। টিম ইন্ডিয়ার এই জার্সির দাম আনুমানিক ৩০০০ থেকে ৪০০০ টাকা। মহিলাদের দলের জার্সি কিছুটা সস্তা হতে পারে। কারণ মহিলাদের দলের আগের জার্সির দাম ছিল ৩,৯৯৯ টাকা। যেখানে পুরুষ ও মহিলাদের জন্য টিম ইন্ডিয়া জার্সির ফ্যান জার্সির দাম ছিল ১,৯৯৯ টাকা৷ ফলে এবার জার্সির দাম কিছুটা কমেছে।
আরও পড়ুন: IPL-এর প্রভাব ফ্রেঞ্চ ওপেনেও, গম্ভীরের মতো সেলিব্রেশন টেনিস তারকার
৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডব্লিউটিসি ফাইনালে জার্সিটি আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে। অ্যাডিডাস এবং বিসিসিআই পাঁচ বছরের চুক্তি করেছে। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি থাকবে। অনুমান অনুসারে, পাঁচ বছরের জার্সি চুক্তিটির জন্য ৩৫০ কোটি টাকা খরচ হবে। এর আগে কিলার, পরে MPL কিট স্পনসর হিসেবে ছিল। এরপর যদিও নাইকি ভারতীয় ক্রিকেট দলের কিট স্পন্সর হিসেবে ছিল। আর এবার সেই জায়গায় এল অ্যাডিডাস।
আরও পড়ুন: শামির সঠিক নামটাও জানত না CAB, KKR-এর প্রতিবাদেই নাম বদল?
ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালের ৬ দিন আগে নতুন কিট লঞ্চ করা হয়েছে। ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট ম্যাচে ভারত সাদা পোশাকের পাশাপাশি দু’টি আলাদা জার্সি পরবে। এই বছরেই একের পর এক বড় ইভেন্ট রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সেই তালিকায় যেমন রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ঠিক তেমন ভাবেই রয়েছে এশিয়া কাপ। তারপর বছরের শেষদিকে ঘরের মাঠেই বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ফলে যতদিন এগোবে ততই বাড়বে রোহিতদের জার্সির চাহিদা।