scorecardresearch
 

Team India: ভারতকে বিশ্বকাপ জেতাতে পারবেন শামি-সিরাজ-বুমরা ? ব্যাকআপ প্ল্যান...

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে শ্রীলঙ্কা(India vs Sri Lanka) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ব্যাটিং যেমন বরাবরই বেশ শক্তিশালী ঠিক তেমনই বোলিং-এও আগুন ঝড়াচ্ছেন ভারতের বোলাররা। ফলে মনে করা হচ্ছে, বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি ভাল ভাবেই সারছে টিম ইন্ডিয়া।

Advertisement
মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ
হাইলাইটস
  • বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু ভারতের
  • শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হারাল টিম ইন্ডিয়া

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে শ্রীলঙ্কা(India vs Sri Lanka) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ব্যাটিং যেমন বরাবরই বেশ শক্তিশালী ঠিক তেমনই বোলিং-এও আগুন ঝড়াচ্ছেন ভারতের বোলাররা। ফলে মনে করা হচ্ছে, বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি ভাল ভাবেই সারছে টিম ইন্ডিয়া।

মহম্মদ শাম্মি (Mohammad Shami), মহম্মদ সিরাজরা (Mohammed Siraj) তো আছেনই। বিশ্বকাপের আগেই চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। ফলে বেশ শক্তিশালী পেস বোলিং লাইন আপ নিয়ে বিশ্বকাপে নামবে ভারতীয় দল। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছে বুমরাকে। তিনিই সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে সফল বোলার। নিজের হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। মনে করা হচ্ছে, আইপিএল বা আইপিএলের পর কামব্যাক করতে পারেন ডান হাতি পেসার।

আরও পড়ুন: মহিলাদের IPL-এ দল কিনতে জোর টক্কর, লড়াইয়ে হলদিরাম-আদানিও

মহম্মদ শামি আবারও নিজের পুরনো ফর্মে ফিরে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন শামি। দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিং-এর মেরুদন্ড ভেঙে দেন শামি। যার ফলে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। 

আরও পড়ুন: ম্যাচের মাঝেই মাঠে ছুটে এসে রোহিতকে জড়িয়ে ধরল খুদে ফ্যান, VIRAL VIDEO

দারুণ ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজও। টেস্টের পর ওয়ান ডে ক্রিকেটেও আগুন ঝড়াচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ২  ম্যাচে ৫টি উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম একদিনের ম্যাচে নিজের ঘরের মাঠ হায়দরাবাদে চার উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ।

বিশ্বকাপ পর্যন্ত এই পেস ব্যাটারির ওপর ভর করেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ায় অনেক ব্যাকআপও রয়েছে। যার মধ্যে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অন্যতম। গুরুত্বপূর্ণ সময় উইকেট পেয়ে দলকে সুবিধা করে দিচ্ছেন হার্দিক। বেশ কয়েক ওভার বল করছেন। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh), উমরান মালিক (Umran Malik), শার্দূল ঠাকুরও (Shardul Thakur)।

Advertisement

TAGS:
Advertisement