Team India Schedule 2024: ১৫টি টেস্ট-১৮টি T20, নামমাত্র ওয়ানডে, ২০২৪-এ টিম ইন্ডিয়ার সূচি কেমন? রইল

২০২৩ সালের শেষটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার (Team India) জন্য। তাই ২০২৪ এর শুরুটা ভাল করতে মরিয়া রোহিত শর্মারা। নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন সিরিজ দিয়ে শুরু করছে ভারতীয় দল। ২০২৩ সালটা জয় দিয়ে শুরু হলেও শেষটা হয়নি।

Advertisement
১৫টি টেস্ট-১৮টি T20, নামমাত্র ওয়ানডে, ২০২৪-এ টিম ইন্ডিয়ার সূচি কেমন? রইল

২০২৩ সালের শেষটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার (Team India) জন্য। তাই ২০২৪ এর শুরুটা ভাল করতে মরিয়া রোহিত শর্মারা। নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন সিরিজ দিয়ে শুরু করছে ভারতীয় দল। ২০২৩ সালটা জয় দিয়ে শুরু হলেও শেষটা হয়নি।

এবছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল
নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় দল ১৫টি টেস্ট ম্যাচ খেলবে। এরপর মোট ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ (বিশ্বকাপের ফাইনাল খেলার পর) খেলা হবে। এবারে মাত্র ৩টি একদিনের ম্যাচ হবে। ভারতীয় দল ২০২৪ সালের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এর একটি ম্যাচ ২০২৫-এর ৩ জানুয়ারি থেকে শুরু হবে। ১৫ টি টেস্টের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি, বাংলাদেশের বিরুদ্ধে ২টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট খেলবেন রোহিতরা।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপও হওয়ার কথা।


২০২৪ সালে ভারতীয় দল মাত্র ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলবে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে এবারে টি২০ বিশ্বকাপ থাকায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবে ভারতীয় দলকে। টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গেলে মোট ৯টি ম্যাচ খেলবে। সেই অনুযায়ী ২০২৪ সালে মোট ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।

২০২৪ সালের জন্য টিম ইন্ডিয়ার সম্পূর্ণ সময়সূচি:-
৩ থেকে ৭ জানুয়ারি - বনাম দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট ম্যাচ, কেপটাউন
১১ থেকে ১৭ জানুয়ারী, বনাম আফগানিস্তান, 

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, (হোম) ২৫ জানুয়ারী থেকে ১১ মার্চ বনাম ইংল্যান্ড, ৫ ম্যাচের টেস্ট সিরিজ, (হোম) মার্চ থেকে মে শেষ পর্যন্ত আইপিএল ২০২৪ মরসুম
৪ জুন থেকে ৩০ জুন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক) জুলাই – বনাম শ্রীলঙ্কা, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি
সেপ্টেম্বর – বনাম বাংলাদেশ, ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি, (হোম)
অক্টোবর বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্ট, (হোম)
নভেম্বর ও ডিসেম্বর বনাম অস্ট্রেলিয়া, ৫ টেস্ট ম্যাচের সিরিজ

Advertisement

মহিলা দলের ২০২৪ এর সময়সূচি:-
২১ ডিসেম্বর ২০২৩ থেকে ৯ জানুয়ারী ২০২৪ বনাম অস্ট্রেলিয়া, ১ টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি T20, (হোম)
ফেব্রুয়ারি-মার্চ, উইমেন্স প্রিমিয়ার লিগ সিজন-২
সেপ্টেম্বর, আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ (আয়োজক)
ডিসেম্বর - বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই
ডিসেম্বর – বনাম ওয়েস্ট ইন্ডিজ, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি, (হোম) 

POST A COMMENT
Advertisement