scorecardresearch
 

India vs Pakistan: বছর শেষে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে কোথায় হবে মহারণ?

ফের দেখা যাবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। গত দুই বছরে টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর এবার আবারও মুখোমুখি হচ্ছে তারা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, ক্রিকেট ফ্যানদের কাছে এই লড়াই খুব স্পেশাল। 

Advertisement
ভারত বনাম পাকিস্তান ভারত বনাম পাকিস্তান

ফের দেখা যাবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। গত দুই বছরে টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর এবার আবারও মুখোমুখি হচ্ছে তারা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, ক্রিকেট ফ্যানদের কাছে এই লড়াই খুব স্পেশাল। 

চলতি মাসে যখন টিম ইন্ডিয়ার সিনিয়ররা ব্যস্ত থাকবেন দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এই সফরে ভারতের সিনিয়র দল টি২০, একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ খেলবেন। তাই বোঝাই যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচে রোহিত শর্মারা (Rohit Sharma) খেলবেন না। আসলে, জুনিয়র এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিমধ্য়েই যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে জানা গিয়েছে কবে ভারত-পাক মহারণ। দুবাইয়ে ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানেই দেখা যাবে এই মহারণ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জুনিয়র লেভেল হলেও আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা। সিনিয়র দলের বিশ্বকাপে একবারই বাবর আজমদের মুখোমুখি হয়ে জিতেছেন রোহিত শর্মারা। এবার পাকিস্তানের ছোটরা মুখিয়ে থাকবে এর বদলা নিতে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া চেষ্টা চালাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলও।  

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:
৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান, পাকিস্তান বনাম নেপাল।
৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি, শ্রীলঙ্কা বনাম জাপান।
১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নেপাল।
১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি, বাংলাদেশ বনাম জাপান।
১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম নেপাল।
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আমিরশাহি বনাম জাপান।
১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর: ফাইনাল

Advertisement

Advertisement