কিংবদন্তি বক্সার মেরি কমের হরিয়ানার ফরিদাবাদের বাড়িতে চুরি। দামি আসবাবপত্র, টিভি চুরি গিয়েছে। একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছিলেন মেরি কম। সেই সুযোগেই বাড়িতে চুরি হয়। ফরিদাবাদের সেক্টর ৪৬-এ অবস্থিত ইবেনেসার ইন নামে মেরি কমের দু'তলা বাংলোটি বেশ কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল বলে জানা গিয়েছে। এই সময়েই অজ্ঞাত দুর্বৃত্তরা কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে।
ঘটনার রাতের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা বাড়ি থেকে টেলিভিশন সেট সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মেরি কম যখন মেঘলয়ের সোহরায় ছিলেন, তখন প্রতিবেশীরা তাঁকে চুরির বিষয়ে জানান।
ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম মূলত মণিপুরের বাসিন্দা। তিনি ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ। মোট কত টাকার ক্ষতি হয়েছে তা বাড়ি ফিরে জানাবেন বলে জানিয়েছেন মেরি। তিনি বলেন, 'আমি বাড়িতে নেই। বাড়ি পৌঁছালেই ঠিক জানতে পারব। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তারা (চোররা) টিভি এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমার প্রতিবেশীরা আমাকে বলেছে যে ২৪ সেপ্টেম্বর ঘটেছিল। আমার ফরিদাবাদের বাড়িতে এটি ঘটেছিল। আমি পুলিশকে জানিয়েছি।'
পুলিশ জানিয়েছে যে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে ছয়'টি পৃথক দল গঠন করেছে ফরিদাবাদ পুলিশ।