scorecardresearch
 

Brij Bhushan Sharan Singh: 'ওদের বিক্ষোভে কি ফাঁসিতে চড়ব?' কুস্তিগীরদের বিদ্রোহে নির্বিকার BJP-র ব্রিজভূষণ

বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং নির্বিকার। তাঁর বক্তব্য, যে সব কুস্তিগীর প্রতিবাদ করছে, তারা সব কংগ্রেসের কোলে বসে রয়েছে। কেউ ওদের সমর্থন করবে না।

Advertisement
ব্রিজভূষণ শরণ সিং ব্রিজভূষণ শরণ সিং
হাইলাইটস
  • যৌন হেনস্থার অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে
  • ওরা কংগ্রেসের কোলে বসে আছে
  • ১১ মাস ধরে কুস্তিগীরদের উন্নয়ন থমকে

দেশজুড়ে যখন কুস্তিগীরদের বিদ্রোহ ও ক্ষোভ বাড়ছে, তখন বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং নির্বিকার। তাঁর বক্তব্য, যে সব কুস্তিগীর প্রতিবাদ করছে, তারা সব কংগ্রেসের কোলে বসে রয়েছে। কেউ ওদের সমর্থন করবে না।

যৌন হেনস্থার অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ রয়েছে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। বিস্তর প্রতিবাদও হয়। শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরিয়ে সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের মাথায় বসানো হয়েছে। এই সঞ্জয় সিং হলেন ব্রিজভূষণের অত্যন্ত কাছের লোক। কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় সিং প্রাক্তন কমনওয়েলথ সোনাজয়ী অ্যাথেলিট অনিতা শিওরানকে ভোটে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন। এই ঘটনার পরেই প্রতিবাদে অকালে অবসরের কথা ঘোষণা করেন দেশের আরেক তারকা কুস্তিগীর সাক্ষী মালিক। অবসরের কথা ঘোষণা করার সময় কান্নায় ভেঙে পড়েন সাক্ষী। বস্তুত, এই সঞ্জয় সিং ব্রিজভূজনের অত্যন্ত কাছের ও স্নেহভাজন বলে দাবি।

আরও পড়ুন

ওরা কংগ্রেসের কোলে বসে আছে

ব্রিজভূষণের প্রতিবাদে ইতিমধ্যেই পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। বিদ্রোহের আবহে ব্রিজভূষণ বলছেন, 'ওরা তো কংগ্রেসের কোলে বসে আছে। অন্য কোনও কুস্তিগীর প্রতিবাদ করছে না। এখন ওদের সঙ্গে লড়াই করতে কি আমি নিজেকে ফাঁসিতে চড়াবো? 

১১ মাস ধরে কুস্তিগীরদের উন্নয়ন থমকে

ফেডারেশনের নতুন প্রধান সঞ্জয় সিংকে নিয়ে ব্রিজভূষণের সাফাই,  'গত ১১ মাস ধরে কুস্তিগীরদের উন্নয়ন থমকে রয়েছে। স্বচ্ছ্ব ভোটে আমাদের শিবিরের সঞ্জয় সিং একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফেডারেশনের সভাপতি হয়েছেন। এবার আপনারাই বলুন, এরপরেও যদি শীর্ষ কুস্তিগীররা প্রতিবাদ করতে থাকেন, সাক্ষী মালিক কুস্তি থেকেই অবসর নিয়ে নেন? আমার কী করতে পারি?' 

Advertisement

  

Advertisement