scorecardresearch
 

21 July TMC Rally, Kolkata League: ২১ জুলাই TMC-র সভা, পরপর ৩ দিন বন্ধ কলকাতা লিগের ম্যাচ

এমনিতেই অল্প বৃষ্টিতে সমস্যা হয় ময়দানের মাঠগুলিতে। কিছুদিন আগেই পঞ্চম ডিভিশনের ম্যাচে বল গড়াচ্ছিল না। গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ইউনাইটেড ও অরুণদয়। ম্যাচে রেঞ্জার্স মাঠে দেখা গেল যায় দৃশ্য। বল না গড়ানোয় গা জোয়ারি ফুটবল চলতে থাকে। পাঁচ ফুটবলার লাল কার্ড দেখলেন। আহত হন আরও বেশ কয়েকজন। এরপর ২১ জুলাই সমাবেশ। ফলে মাঠের অবস্থা আরও খারাপ হবে। এই কথা চিন্তা করেই ২৫ জুলাই থেকে কলকাতার খোলা মাঠে ফের লিগ চালু করার পরিকল্পনা করেছে আইএফএ। 

Advertisement
ছবি প্রতীকী ছবি প্রতীকী
হাইলাইটস
  • তিন দিন বন্ধ থাকবে কলকাতা লিগ
  • ২১ জুলাই তৃনমূলের সভা

রাত পোহালেই তৃনমূলের শহিদ দিবসের সমাবেশ ধর্মতলায়। দুই দিন আগে থেকেই সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন সভাস্থালে। এই সময় কলকাতা ময়দানে চলছে কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনের খেলা। এর মধ্যে এই সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশা করছেন তৃণমূল নেতৃত্ব। এই সমাবেশের ফলে ময়দানের বিভিন্ন জায়গায় বাস, গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ ময়দানেই খাওয়া দাওয়া করেন। ফলে সব মিলিয়ে ময়দান নতুন করে খোলা মাঠগুলি নোংরা হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। সেই নোংরা সরানোর দায়িত্ব পালন করবে রাজ্যের পূর্ত দফতর ও আইএফএ। তার জন্য তিন দিন বন্ধ থাকবে লিগের খেলা। 

এমনিতেই অল্প বৃষ্টিতে সমস্যা হয় ময়দানের মাঠগুলিতে। কিছুদিন আগেই পঞ্চম ডিভিশনের ম্যাচে বল গড়াচ্ছিল না। গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ইউনাইটেড ও অরুণদয়। ম্যাচে রেঞ্জার্স মাঠে দেখা গেল যায় দৃশ্য। বল না গড়ানোয় গা জোয়ারি ফুটবল চলতে থাকে। পাঁচ ফুটবলার লাল কার্ড দেখলেন। আহত হন আরও বেশ কয়েকজন। এরপর ২১ জুলাই সমাবেশ। ফলে মাঠের অবস্থা আরও খারাপ হবে। এই কথা চিন্তা করেই ২৫ জুলাই থেকে কলকাতার খোলা মাঠে ফের লিগ চালু করার পরিকল্পনা করেছে আইএফএ। 

আরও পড়ুন: পন্ত-শিখরদের সঙ্গে পাল্লা, Reel বানাচ্ছেন রাহুল দ্রাবিড়ও

আইএফএ সচিব অনির্বাণ দত্ত আজতক বাংলাকে বলেন, ''মাঠ কিছুটা ক্ষতিগ্রস্থ হবে সেটা চিন্তা করেই আমরা ২৫ জুলাই থেকে ম্যাচ রেখেছি। ২৪ জুলাইও ম্যাচ থাকছে। তবে তা কলকাতা ময়দানে নয়। বাইরে হবে। এই ক'দিনে আমরা মাঠ ঠিক করে নেব। আমাদের সঙ্গে পূর্ত দপ্তরও কাজ করবে। যাতে দ্রুত মাঠ গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কলকাতা লিগ যাতে ঠিক ভাবে চলতে পারে। সে ব্যাপারে আমরা সমস্ত ব্যবস্থাই নেব।''

Advertisement

আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন

 করোনার জন্য গত দুই বছর ভার্চুয়ালি ২১ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার ধর্মতলায় নির্দিষ্ট জায়গাতেই অনুষ্ঠিত হবে সমাবেশ। এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা চোখে পড়েছে। তবে তাতে ময়দানের মাঠে যাতে কোনও সমস্যা না হয় তার দিকে নজর রাখবে আইএফএ।    

Advertisement