ফের মোহনবাগানের (Mohun Bagan) সভাপতি নির্বাচিত হলেদন স্বপন সাধন বসু (টুটু বসু)। বুধবার কার্যকারী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দেন মোহনবাগানের নব নির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নির্বাচনের পর কমিটি গঠনের সময় থেকেই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে নিয়ে আসছিলেন দেবাশিস। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে কলকাতা ময়দানে। তবে সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ টাল বাহানার পরে এবার ফের প্রাক্তন সচিব টুটু বসুকেই সভাপতি হিসেবে নির্বাচন করল নতুন কমিটি।
দেবাশিস দত্ত বলেন, ''মোহনবাগানের সভ্য-সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেই কারণে সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সময় লাগছে। কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায়, ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সভাপতি হিসেবে কেউ ছিলেন না। যদিও সেই সভাতেই সচিব ঘোষণা করেছিলেন দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। বয়সজনীত কারণে টুটু বসুকে সভাপতি নির্বাচন করা নিয়ে আপত্তি ছিল অনেকেরই। তবে সেই আপত্তি উড়িয়ে বুধবার টুটু বসুর নাম সভাপতি হিসেবে ঘোষণা করে দিল মোহনবাগান ক্লাব।
মোহনবাগান সচিব বলেন, ''প্রত্যেক মাসেই আমরা মিটিং করেছি। আজ সভাপতির নাম আমরা ঠিক করছি। টুটু বসুই মোহনবাগানের সভাপতি থাকছেন।'' বর্ষীয়ান ক্লাব সংগঠক টুটু বসুর বয়স নিয়ে সংশয় ছিল কর্তাদের মধ্যে। সেটা কার্যত স্বীকার করেনিলেন সচিব। দেবাশিস দত্ত বলেন, ''উনি অসুস্থ তা আমি বলিনি। শুধু বলেছি বয়সজনিত কারণে তিনি আগের মত ছোটাছুটি করতে পারেন না। ৯০-এর দশকের টুটু দা আর আজকের টুটু দা তো এক নয়। দয় করে আমার বক্তব্যের ভুল মানে বের করবেন না।''
আরও পড়ুন: CEO-র দাপটে কোণঠাসা KKR ক্যাপ্টেন শ্রেয়স? সত্যিটা হল...
আরও পড়ুন: CSK দলে অশান্তি! জাডেজাকে আনফলো, বাদও পড়তে পারেন?
মোহনবাগানের আগে 'এটিকে' নাম সরানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তা কৌশলে এড়িয়ে যান দেবাশিস। তিনি বলেন, ''ওটা কোম্পানির বিষয়, আর এই মিটিংটা ছিল মোহনবাগান নিয়ে। তাই এই ব্যাপারে এখানে কথা বলা ঠিক হবে না।''