Michael Schumacher: দুর্ঘটনার ১২ বছর পর উন্নতির ইঙ্গিত, আর শয্যাশায়ী নন মাইকেল শুমাখার

ভয়াবহ স্কিইং দুর্ঘটনার ১২ বছর পর অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের স্বাস্থ্যে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর পুরোপুরি শয্যাশায়ী নন, এটি তাঁর দীর্ঘ আরোগ্যযাত্রায় এক বিরল অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।

Advertisement
দুর্ঘটনার ১২ বছর পর উন্নতির ইঙ্গিত, আর শয্যাশায়ী নন মাইকেল শুমাখার
হাইলাইটস
  • ভয়াবহ স্কিইং দুর্ঘটনার ১২ বছর পর অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের স্বাস্থ্যে।
  • বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর পুরোপুরি শয্যাশায়ী নন, এটি তাঁর দীর্ঘ আরোগ্যযাত্রায় এক বিরল অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।

ভয়াবহ স্কিইং দুর্ঘটনার ১২ বছর পর অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের স্বাস্থ্যে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর পুরোপুরি শয্যাশায়ী নন, এটি তাঁর দীর্ঘ আরোগ্যযাত্রায় এক বিরল অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।

ফক্স স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী, শুমাখার এখন হুইলচেয়ারে সোজা হয়ে বসতে সক্ষম। ফলে তিনি স্পেনের মেজরকা এবং সুইজারল্যান্ডের লেক জেনেভার কাছে থাকা নিজের বাড়িতে হুইলচেয়ারে চলাচলও করতে পারছেন বলে জানা গিয়েছে।

২০১৩ সালের দুর্ঘটনার পর থেকেই শুমাখারের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন তাঁর স্ত্রী করিনা শুমাখার এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ও থেরাপিস্টদের একটি বিশেষ দল। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে কোনও সরকারি আপডেট না দেওয়ায় নানা জল্পনা ছড়িয়েছিল, এমনকি এমনও শোনা গিয়েছিল যে তিনি নাকি শুধুমাত্র চোখের পলকের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

একটি সূত্রের দাবি, 'তিনি তাঁর চারপাশে কী ঘটছে, তার কিছুটা বুঝতে পারেন, তবে সবটা নয়।' ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুমাখারের যত্নে নিয়োজিত রয়েছেন নার্স ও থেরাপিস্টদের একটি পূর্ণাঙ্গ দল। পরিবার সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্ঘটনার পর থেকে এখন ৫৭ বছর বয়সি শুমাখারের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন কেবলমাত্র নিকট আত্মীয় ও হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত বন্ধু।

গত কয়েক বছরে শুমাখারের জনসমক্ষে উপস্থিতি নিয়ে নানা গুজব ছড়িয়েছে। এমনকী, তাঁর কন্যা জিনা-মারিয়ার বিয়েতে তিনি উপস্থিত থাকবেন, এই দাবিও উঠেছিল। তবে সেসব খবর ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর শুমাখার পরিবারের তিন প্রাক্তন কর্মচারীকে তাঁর বর্তমান অবস্থার ছবি বিক্রির চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এই প্রসঙ্গে মোটরস্পোর্টস জগতের পরিচিত মুখ হপকিন্স স্পোর্টবিবল বলেন, 'সম্প্রতি আমি নতুন কিছু শুনিনি। যতদূর জানি, তাঁর একজন ফিনিশ ডাক্তার ও একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। সত্যি বলতে, আমি মনে করি না আমরা আর কখনও আগের মতো মাইকেলকে দেখতে পাব। তাঁর অবস্থা নিয়ে কথা বলতে আমার অস্বস্তি হয়, কারণ পরিবারটি যথার্থ কারণেই বিষয়টি গোপন রাখতে চায়। আমি সেই ঘনিষ্ঠ মহলের অংশ নই, জাঁ টড, রস ব্রাউন বা গেরহার্ড বার্গারের মতো নই, যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন।'

Advertisement

এই মাসের শুরুতে শুমাখারের জন্মদিনে, দুর্ঘটনার আগে তোলা একটি বিরল পারিবারিক ছবি শেয়ার করেন তাঁর মেয়ে জিনা-মারিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'চিরকালের সেরা। শুভ জন্মদিন বাবা।'

 

POST A COMMENT
Advertisement