Richa Ghosh, Rahim Ali: ব্যাট হাতে রিচা, গোল করে রহিম; দুই বাঙালির দাপটেই লজ্জা বাঁচাল ভারত

দুই বাঙালি। খেলা আলাদা, মাঠ আলাদা। খেলার মাঠে যখন বাংলার কোনও প্রতিনিধি দেখা যায় না, তখন একই সঙ্গে ফুটবল ও ক্রিকেটে বাংলাকে গর্বিত করলেন রিচা ঘোষ ও রহিম আলি। একজন সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে খালিদ জামিলের দলের মান বাঁচিয়েছেন। অন্যদিকে, রিচা ঘোষের দারুণ ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল জায়গায় নিয়ে গেল ভারতের মেয়েদের।

Advertisement
ব্যাট হাতে রিচা, গোল করে রহিম; দুই বাঙালির দাপটেই লজ্জা বাঁচাল ভারতরিচা ঘোষ ও রহিম আলি

দুই বাঙালি। খেলা আলাদা, মাঠ আলাদা। খেলার মাঠে যখন বাংলার কোনও প্রতিনিধি দেখা যায় না, তখন একই সঙ্গে ফুটবল ও ক্রিকেটে বাংলাকে গর্বিত করলেন রিচা ঘোষ ও রহিম আলি। একজন সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে খালিদ জামিলের দলের মান বাঁচিয়েছেন। অন্যদিকে, রিচা ঘোষের দারুণ ইনিংস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল জায়গায় নিয়ে গেল ভারতের মেয়েদের।

রহিম আলির গোলে মান বাঁচল ভারতের
২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্য়তা অর্জনকারী পর্ব খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কালাংয়ের জাতীয় স্টেডিয়ামে এই খেলা আয়োজন করা হয়। শেষপর্যন্ত সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ১-১ গোলে ড্র করেছে। এই ড্রয়ের পাশাপাশি ভারতের ঝুলিতে মোট ২ পয়েন্ট এসেছে। তালিকায় তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, তিন ম্য়াচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে সিঙ্গাপুর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রাজত্ব করছে। খড়দায় বাড়ি রহিমের। যদিও বাংলার তিন প্রধানের কোনও ক্লাবেই খেলেন না। ওড়িষা এফসি-র হয়ে খেলেন আইএসএল-এ। 

রিচা ঘোষের ইনিংস ম্যাচ বাঁচাল
ভারতের মহিলা দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান পেতে পারতেন তিনি। ৯৪ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন তিনি। রিচা ফেরার পর পুরো ৫০ ওভারও খেলতে পারল না ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ২৫১ রানে অল আউট হয়ে গেল তারা। এ বারের বিশ্বকাপে আরও একটি ম্যাচে আট নম্বরে নামলেন রিচা। বলা ভাল, নামানো হল তাঁকে।

রিচার নাকি ফর্ম ভাল নেই। তাই উপরে নামানো হচ্ছে না তাঁকে। সেই কারণে কি এই ম্যাচকে বদলার মঞ্চ বানিয়ে ফেললেন বাংলার কন্যা? আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শেষবেলায় ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু এই ম্যাচে পরিস্থিতি ছিল অন্য রকম। রিচা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৬ উইকেটে ১০২ রান।
 

 

POST A COMMENT
Advertisement