scorecardresearch
 

AIFF Player Of The Year: ক্লাবের পারফর্ম্যান্স ধুঁকছে, AIFF সেরা ফুটবলারের লিস্টে ইস্টবেঙ্গলের ২ তারকা

ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ইস্টবেঙ্গলের (East Bengal) ফল একেবারেই ভালো নয়। তবে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার এবার এআইএফএফ-এর সেরা ফুটবলারের তালিকায় রয়েছেন। নাওরেম মহেশ সিং ও এই বছরে লাল-হলুদে সই করা নন্ধাকুমার রয়েছেন তালিকায়। যদিও তাদের পেছনে ফেলে দিয়েছেন লালরিনজুয়ালা ছাংতে। মুম্বই সিটি এফসি-র এই ফুটবলার এবার সেরা হতে চলেছেন বলেই সূত্রের খবর।

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ছাংতে
  • লড়াইয়ে ছিলেন নন্ধাকুমার ও মহেশ

ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ইস্টবেঙ্গলের (East Bengal) ফল একেবারেই ভালো নয়। তবে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার এবার এআইএফএফ-এর সেরা ফুটবলারের তালিকায় রয়েছেন। নাওরেম মহেশ সিং ও এই বছরে লাল-হলুদে সই করা নন্ধাকুমার রয়েছেন তালিকায়। যদিও তাদের পেছনে ফেলে দিয়েছেন লালরিনজুয়ালা ছাংতে। মুম্বই সিটি এফসি-র এই ফুটবলার এবার সেরা হতে চলেছেন বলেই সূত্রের খবর।


ইমার্জিং ফুটবলার হতে পারেন আকাশ মিশ্র
সেই সঙ্গে সেরা উঠতি ফুটবলারের পুরস্কার সম্ভবত পেতে চলেছেন তরুণ তারকা আকাশ মিশ্র (Akash Mishra) । মঙ্গলবার দুপুরেই বর্ষসেরা ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করতে চলেছে এআইএফএফ। সন্ধ্যায় সাফ কাপের ফাইনালে (SAFF Cup) খেলতে নামবে ভার‍তীয় দল। শিরোপা দখলের লড়াইয়ে কুয়েতের বিরুদ্ধে নামার আগেই বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী প্রজন্মের ফুটবলাদের তুলে আনতে এবারের পুরস্কার জেতার লড়াইয়ে বাদ দেওয়া হয়েছিল সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নাম। এমনটাই মনে করা হচ্ছে। শুধু দেশের জার্সিতে নয়, ক্লাবের পারফর্ম্যান্স খতিয়ে দেখেই বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হবে।


প্রাক্তন ফুটবলাদের ভোটের ভিত্তিতে ঠিক করা হয়েছে ফুটবলারদের নাম। ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, সাব্বির আলি এবং ক্লাইম্যাক্স লরেন্সরাই বেছেন নেন সেরা ফুটবলারকে। তাঁদের হাতে তিনজন ফুটবলারের তালিকা তুলে দেওয়া হয়। এদের মধ্যে থেকে এক ফুটবলারকে বেছে নিতে বলা হয়। সেই তালিকায় নাম ছিল লালিয়ানজুয়ালা ছাংতে, নাওরেম মহেশ সিং ও নন্দকুমারের। তাঁদের মধ্যে থেকে ছাংতের নামই বেছে নিয়েছেন এই চার প্রাক্তন ফুটবলার।

আরও পড়ুন


এবারের আইএসএল-এ ১০টি গোল করেছেন মুম্বই সিটি এফসি-র এই তরুণ ফুটবলার। রয়েছে ছয়টি অ্যাসিস্টও। এবার সেই ধারাবাহিকতার পুরস্কারই পাচ্ছেন ছাংতে। পাশাপাশি তালিকায় থাকা আরও দুই তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং ও নন্ধকুমারও দারুণ ফুটবল খেলেছেন। মহেশ শুধু ইস্টবেঙ্গলের হয়ে নয়, ভারতীয় দলের হয়েও নিয়মিত দারুণ ফুটবল খেলছেন। অন্যদিকে চেন্নাইয়েন এফসি-র হয়ে ভালো খেলেছেন নন্ধাও। সেই কারণেই তাঁকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ইমারজিং ফুটবলারের পুরস্কার পেতে চলা আকাশ মিশ্র গত মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে নিয়মিত ভালো ফুটবল খেললেও, এবার তিনি যোগ দিতে চলেছেন মুম্বই সিটি এফসি-তে। মহিলাদের মধ্যে সেরা ফুটবলার হয়েছেন মণীষা কল্যাণ। সেরা কোচের পুরস্কার পাছেন ক্লিফোর্ড মিরান্ডা।   
 

Advertisement

Advertisement