আর একটা ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। প্লে অফে যেতে হলে পঞ্জাব এফসি (Punjab FC) ম্যাচ জেতার পরেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। তবে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ কার্লেস কুয়াদ্রাত পাবেন না তাঁর দলের দুই নির্ভরযোগ্য তারকাকে। ফলে সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল।
কারা খেলতে পারবেন না পঞ্জাব ম্যাচে?
পঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক প্রভসুকান গিল। বেঙ্গালুরু ম্যাচে তো বটেই, গোটা মরসুমে তেকাঠির নীচে তিনিই ভরসা দিয়ে গিয়েছেন। প্লে অফে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচে তাঁকে পাবেন না কার্লেস। ঘরের মাঠে রবিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে এগিয়ে থাকাকালীন সময় নষ্ট করায় রেফারি তেজাস নাভেঙ্কর তাঁকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। আর তাতেই পরের ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে গেলেন গিল। এখানেই শেষ নয়, রেফারির সঙ্গে তর্ক জুড়ে ম্যাচের ইনজুরি টাইমে হলুদ কার্ড দেখেন আরও এক তারকা সৌভিক চক্রবর্তী। ফলে সমস্যা বাড়ল লাল-হলুদের।
কীভাবে জিতল ইস্টবেঙ্গল
রবিবারের ম্যাচে দারুণ ছন্দে ছিল ইস্টবেঙ্গল। শুরুতে এগিয়ে যায় লাল-হলুদই। বক্সের মধ্যে মহেশকে ফাউল করেন ফানাই। তেজস নাভেঙ্কর পেনাল্টি দিতে ভুল করেননি। স্পট কিক থেকে গোল করে যান সউল ক্রেসপো। গুরপ্রীতকে উল্টো দিকে ফেলে গোল করেন সউল। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। ডানদিক থেকে উঠে এসে ক্রস বাড়ান। সেই ক্রস খাবড়ার হাতে লাগে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকবে। তবে সুযোগ পেয়ে তা নষ্ট করেননি সুনীল। গোল করে সমতা ফেরান। তবে ৭৩ মিনিটে হেডে গোল করেন ক্যাপ্টেন ক্লেইটন সিলভা। ডানদিক থেকে নিশু কুমারের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে গেলেন ব্রাজিলিয়ান। এই মরসুমে এটা তাঁর ১০ নম্বর গোল। আর তা এল দারুণ মুহূর্তে। গোল করার পরেও বারেবারে সুযোগ তৈরি করেছে ইস্টবেঙ্গল। উল্টোদিকে বেঙ্গালুরুও দারুণ কিছু সুযোগ পায়। তবে ম্যাচে আর গোল হয়নি।