scorecardresearch
 

Kolkata Knight Riders: নাইটদের বোলিং স্কোয়াড ক্রমশই শক্তিশালী হচ্ছে? অনুশীলনে যোগ দিলেন উমেশ যাদব

ইডেনে চলছে জোরকদমে অনুশীলন। আসন্ন আইপিএলে (IPL 2023) ভালো ফল করতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিলেন ভারতীয় ফার্স্ট বোলার উমেশ যাদব (Umesh Yadav)। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল (Andre Russel) দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর এবার কলকাতায় পৌঁছে গেলেন এই রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম। 

Advertisement
উমেশ যাদব উমেশ যাদব
হাইলাইটস
  • কেকেআর অনুশীলনে উমেশ যাদব
  • শক্তিশালী হল কেকেআর

ইডেনে চলছে জোরকদমে অনুশীলন। আসন্ন আইপিএলে (IPL 2023) ভালো ফল করতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিলেন ভারতীয় ফার্স্ট বোলার উমেশ যাদব (Umesh Yadav)। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল (Andre Russel) দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর এবার কলকাতায় পৌঁছে গেলেন এই রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম। 

কয়েকদিন আগে জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে, অস্ট্রেলিয়ার (Australia Cricket) বিরুদ্ধে টেস্ট সিরিজে (Test Series) খেলেছিলেন। শেষ টি-২০ (T20I) ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket) বিরুদ্ধে ২০২২-এর অক্টোবরে। কলকাতার হয়েও আইপিএল (IPL) পরিসংখ্যান বেশ ভালোই। গত মরশুমে কেকেআর-এর হয়ে ১৬টি উইকেট ছিল তার দখলে। আর এই বছরের জন্যও তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। উমেশের অবশ্যই নির্ভরযোগ্য একজন বোলার কলকাতার জন্য। 

অন্যদিকে লকি ফার্গুসনের (Lockie Ferguson) চোট চিন্তা বাড়াচ্ছে কেকেআর শিবিরে। শোনা যাচ্ছে, বাংলাদেশের (Bangladesh Cricket) বোলার তাসকিন আহমেদকে (Taskin Ahmed) দলে নিতে পারে নাইটরা। কিন্তু উমেশের অনুশীলনে যোগ দেওয়া অবশ্যই ইতিবাচক একটি দিক কেকেআর সমর্থকদের জন্য। বোলিং বিভাগে অভিজ্ঞ উমেশ যাদবের অন্তর্ভুক্তি শুধু যে দলের শক্তিবৃদ্ধি করবে তাই নয়। একইসঙ্গে জুনিয়র ক্রিকেটারদের জন্যও এটি গুরুত্বপূর্ণ একটি দিক। 
                               
প্রসঙ্গত কলকাতার প্রথম ম্যাচ ১ এপ্রিল। মোহালিতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামছে নামছে কেকেআর। আর কলকাতায় তাদের প্রথম ম্যাচ ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে। ফলত অনুশীলনে বেগ বাড়ছে ক্রমশই। আর সেই জায়গা থেকেই, উমেশ যাদবের (Umesh Yadav) স্কোয়াডে যোগদান বাড়তি অক্সিজেন যোগাবে কেকেআর সমর্থক (KKR Fans) এবং ক্রিকেটপ্রেমীদের। 
 

Advertisement

Advertisement